ছাত্রছাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে ই-ম্যাগাজিন প্রকাশ
আজ দিনহাটা শহরের গণতান্ত্রিক ছাত্র-যুবদের উদ্যোগে, এই মহামারীর কঠিন সময়ে দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে একটি ই-ম্যাগাজিন প্রকাশ করা হয়।
শুভ্রালোক দাস জানান- "আমরা যে কোনো পরিস্থিতিতে পড়াশোনার সুযোগ থেকে একজন ছাত্রকেও বঞ্চিত হতে দেবো না, এই সংকল্পে বদ্ধপরিকর।"
দিনহাটা রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে সংহতি রক্তদান শিবিরে আজ এই ই-ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশ করলেন অধ্যাপক ড. জয়দীপ সরকার ।
ম্যাগাজিনটি পড়তে স্ক্রল করুন-
No comments:
Post a Comment