নির্বাচনি ফলাফল ঘোষণার ব্যস্ততার দিনেও থেমে থাকেনি মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন
সুজাতা ঘোষ, বাগডোগরা:
গতকাল ছিল নির্বাচনের ফলাফল প্রকাশের দিন, তৎসত্ত্বেও থেমে থাকেনি মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা । গতকাল তাঁরা মাটিগাড়ার শিমুলতলাতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
এই অর্গানাইজেশনের সম্পাদক ডা: মলয় বাগচী জানিয়েছেন- এদিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্যরা খুবই সন্তুষ্ট অনুভব করছি ।' এছাড়াও তিনি পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সকল রক্তদাতাদের ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই সংস্থার সম্পাদক ডা: মলয় বাগচী, কার্যকারী সভাপতি প্রদীপ দেব, সহ-সম্পাদক দীপক দাস ও অজয় পাল, বিকি রায়, আমিও পাল ও রতন রায় সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ডিরেক্টর ডাক্তার মৃদুময় দাস ও এসোসিয়েট প্রফেসর ডক্টর কল্যাণ খান ।
No comments:
Post a Comment