Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 14, 2021

কোভিভ পরিস্থিতিতে ইমিউনো সংস্থার অভিনব উদ্যোগে ব্রতী এক ঝাঁক বাঙালি কলা কুশলী

কোভিভ পরিস্থিতিতে ইমিউনো সংস্থার অভিনব উদ্যোগে ব্রতী এক ঝাঁক বাঙালি কলা কুশলী






দেশ যখন লড়ছে কোভিডের সাথে তখন ইমিউনো অফিসিয়াল নামক একটি যুব-নেতৃত্বাধীন সংস্থা বিশ্বকে আরও কাছে আনার লক্ষ্য নিয়েছে। সঙ্গে অজয় পিরমল, দীপক পারেখ, এ আর রহমান, শশী থারুরের, সুরেশ প্রভু ও উপদেষ্টারা বোর্ডে সশস্ত্র বাহিনীর চিফ এবং যারা 160 শহর ও 22 দেশ জুড়ে কাজ, সংগঠন সংবেদনশীলতার নেতাদের প্রতি দিশায় নির্ধারিত 26,000 শিক্ষার্থীদের একটি দল।


দেশের মারাত্মক পরিস্থিতির আলোকে সংস্থাটি চালু করেছে" ফাইন্ড এ বেড " উদ্যোগ । অনেক রোগী যারা COVID-19 এর জন্য ইতিবাচক পরীক্ষার ফল পাওয়ার পর প্রয়োজন বোধ করেন
হোম কোয়ারান্টিনর; তবে, তাদের সকলেরই হোম কোয়ারানটাইন বিলাসিতা অ্যাক্সেস নেই, তাদের জন্য এই উদ্যোগ।এখানেই সন্ধান করা যাবে একটি বিছানা : হালকা উপসর্গ আছে এমন রোগীদের জন্য উপলব্ধ বিছানার এটি একক দেশব্যাপী ভান্ডার। এই উদ্যোগের সাথে ইতি মধ্যেই "কজ্ অ্যাম্বাসেডর " রুপে যোগদান করেছেন বলিউডের কলা কুশলী ও ডিজাইনাররা। এই সঙ্কটকালে পিছিয়ে নেই বাঙালি কলাকুশলীরাও। এই উদ্যোগের সাথে ইতি মধ্যেই যোগদান করেছেন অভিনেত্রী বিদিতা বাগ, আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী ও চিত্রকর সৌমিতা সাহা, বিখ্যাত লেখক নভোনীল চক্রবর্তী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ। বাঙালি কজ্ অ্যাম্বাসেডররা এই কাজে যুক্ত হয়ে প্রমান করেছেন " সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে"। বাঙালি কলাকুশলীরা কোভিড পরিস্থিতিতে অ্যাম্প্লিফাই করা কেই প্রাধান্য দিয়েছেন সোস্যাল মিডিয়াতে। ফাইন্ড আ বেড উদ্যোগকে আরও সহজ করে তোলার জন্য এই সাইটে বেড খোঁজার পদ্ধতি গায়িকা ও কজ্ অ্যাম্বাসেডর সৌমিতা তুলে ধরেন একটি ভিডিওর মাধ্যমে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages