কোভিভ পরিস্থিতিতে ইমিউনো সংস্থার অভিনব উদ্যোগে ব্রতী এক ঝাঁক বাঙালি কলা কুশলী
দেশ যখন লড়ছে কোভিডের সাথে তখন ইমিউনো অফিসিয়াল নামক একটি যুব-নেতৃত্বাধীন সংস্থা বিশ্বকে আরও কাছে আনার লক্ষ্য নিয়েছে। সঙ্গে অজয় পিরমল, দীপক পারেখ, এ আর রহমান, শশী থারুরের, সুরেশ প্রভু ও উপদেষ্টারা বোর্ডে সশস্ত্র বাহিনীর চিফ এবং যারা 160 শহর ও 22 দেশ জুড়ে কাজ, সংগঠন সংবেদনশীলতার নেতাদের প্রতি দিশায় নির্ধারিত 26,000 শিক্ষার্থীদের একটি দল।
দেশের মারাত্মক পরিস্থিতির আলোকে সংস্থাটি চালু করেছে" ফাইন্ড এ বেড " উদ্যোগ । অনেক রোগী যারা COVID-19 এর জন্য ইতিবাচক পরীক্ষার ফল পাওয়ার পর প্রয়োজন বোধ করেন
হোম কোয়ারান্টিনর; তবে, তাদের সকলেরই হোম কোয়ারানটাইন বিলাসিতা অ্যাক্সেস নেই, তাদের জন্য এই উদ্যোগ।এখানেই সন্ধান করা যাবে একটি বিছানা : হালকা উপসর্গ আছে এমন রোগীদের জন্য উপলব্ধ বিছানার এটি একক দেশব্যাপী ভান্ডার। এই উদ্যোগের সাথে ইতি মধ্যেই "কজ্ অ্যাম্বাসেডর " রুপে যোগদান করেছেন বলিউডের কলা কুশলী ও ডিজাইনাররা। এই সঙ্কটকালে পিছিয়ে নেই বাঙালি কলাকুশলীরাও। এই উদ্যোগের সাথে ইতি মধ্যেই যোগদান করেছেন অভিনেত্রী বিদিতা বাগ, আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী ও চিত্রকর সৌমিতা সাহা, বিখ্যাত লেখক নভোনীল চক্রবর্তী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ। বাঙালি কজ্ অ্যাম্বাসেডররা এই কাজে যুক্ত হয়ে প্রমান করেছেন " সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে"। বাঙালি কলাকুশলীরা কোভিড পরিস্থিতিতে অ্যাম্প্লিফাই করা কেই প্রাধান্য দিয়েছেন সোস্যাল মিডিয়াতে। ফাইন্ড আ বেড উদ্যোগকে আরও সহজ করে তোলার জন্য এই সাইটে বেড খোঁজার পদ্ধতি গায়িকা ও কজ্ অ্যাম্বাসেডর সৌমিতা তুলে ধরেন একটি ভিডিওর মাধ্যমে।
No comments:
Post a Comment