Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 14, 2021

শুনশান জল্পেশ মন্দির

 

শুনশান জল্পেশ মন্দির 



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ


করোনার সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা করেছেন রাজ্য সরকার । প্রশাসনিক নির্দেশিকায় বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা । সেই কথা মাথায় রেখে এবছর এক মাস ধরে চলতে থাকা বৈশাখী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জল্পেশ মন্দির কমিটি । তবে মেলা বন্ধ রাখলেও খোলা ছিল মন্দিরের প্রবেশ দ্বার ।


উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শিবতীর্থ জল্পেশ ধাম। প্রতি বছর বৈশাখী মেলাকে কেন্দ্র করে মেলা বসে জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় । মেলার আগেই পসরা সাজিয়ে বসে পড়তে দেখা যায় দূরদূরান্ত থেকে আসা দোকানদারদের , তবে করোনার জেরে এবছর শুনশান জল্পেশ মন্দির । বৈশাখী মেলা উপলক্ষে প্রতিবছর জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাইরে থেকেও প্রচুর পূর্নার্থীর সমাগম হয় মন্দিরে। এবছর করোনোর কথা মাথায় রেখে বৈশাখী মেলা বন্ধ রাখার হয় । তবে মানত করা পুণ্যার্থীদের জন্য খোলা ছিল মন্দিরের প্রবেশ দ্বার । অক্ষয় তৃতীয়ার দিনেও শুনশান জল্পেশ মন্দির । এদিন হাতে গোনা মাত্র কয়েকজনকে পুজো দিতে দেখতে পাওয়া গেল মন্দিরে । প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিনে পুণ্যার্থীদের সমাগমে জমজমাট হয়ে ওঠে জল্পেশ মন্দির । এবছর করোনার জেরে তাঁর বিন্দুমাত্র ভীড় নেই মন্দির চত্বরে ।


এবিষয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব বলেন, "করোনা পরিস্থিতির জন্য মেলা বন্ধ রাখা হয়েছে । তবে মানত করা পুণ্যার্থীদের জন্য মন্দির খোলা আছে । মন্দির প্রবেশে সকলকেই মাস্ক পড়তে হবে এবং স্যানিটাইজ করতে হবে । মন্দিরের ভিতরে দশ মিনিটের বেশি থাকা নিষেধ । মন্দিরে পুণ্যার্থী আসতেছে এবং পুজো দিয়ে চলে যাচ্ছে ।"


ভোটপাট্রি থেকে আসা রত্না রায় বসুনিয়া বলেন, "মানত আছে তাই মন্দিরে পুজো দিতে এসেছি । মন্দিরে এসে খুব ভালো লাগছে । আমরা সকলেই মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে পুজো দিই ।


স্থানীয় এক দোকানদার বলেন , এবছর বন্ধ রাখা হয় বৈশাখী মেলা । আগে ভালো বিক্রি হতো । করোনার জেরে কমে গেছে বেচাবিক্রি ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages