Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 25, 2021

শুরু হলো Covid Help Desk এর নতুন ওয়েবসাইট-একটি ক্লিকেই পৌঁছে যাবে আপনার কাছে

শুরু হলো  Covid Help Desk এর নতুন ওয়েবসাইট-একটি ক্লিকেই পৌঁছে যাবে আপনার কাছে



করোনা অতিমারীর বিরুদ্ধে এই লড়াইয়ে নজির গড়েছে কোভিড হেল্প ডেস্ক। এই সংকটকালে সাধারণ মানুষের কাছে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে তারা। তৃণমূল  কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা'র উদ্যোগে তৈরি কোভিড হেল্প ডেস্ক ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। শহরাঞ্চল থেকে গ্রাম প্রান্তরে কাজ করছে কোভিড হেল্প ডেস্কের এর যোদ্ধারা। 

অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালে বেড, কোভিড পরীক্ষা থেকে শুরু করে টেলিমেডিসিনের ব্যবস্থা। অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে এই যোদ্ধারা।  সমস্ত ক্ষেত্রেই অসাধারণ কাজ করছে তারা। 

এই সকল সুযোগ সুবিধা গুলি আরো সহজে ও বিস্তারিত ভাবে সকলের কাছে পৌঁছে দিতে এবার শুরু হলো  Covid Help Desk এর নতুন ওয়েবসাইট, www.wbcovidhelpdesk.com
সমস্ত তথ্য এবার মাত্র একটি ক্লিকেই পৌঁছে যাবে আপনার কাছে। নতুন ওয়েবসাইটের মধ্যেই থাকছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য। অক্সিজেন, অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের বেড, সেফ হোম সংক্রান্ত সমস্ত তথ্যই পাবেন একটি মাত্র ক্লিকে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা ও রাজ্য সরকারের 'স্বাস্থ্যসাথী' কার্ড অগ্রাহ্য করলে তার অভিযোগ জানানোর ব্যবস্থা। কোভিড হেল্প ডেস্কের অভ্যন্তরীণ লিগ্যাল টিম এই সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া, সাধারণ মানুষ যাতে অক্সিজেন লিডস্ নিজেরা এই ওয়েবসাইটে দিয়ে অন্য মানুষকে সাহায্য করতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে।

ইতিমধ্যে চলচ্চিত্র জগতের নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়, সাংসদ ডেরেক ও'ব্রায়েন, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, এবং একাধিক বিধায়ক এই কোভিড হেল্প ডেস্কের তথ্য নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

বিগত ১৫ দিনে, কোভিড হেল্প ডেস্কের সহযোদ্ধারা দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত আছে। তারা প্রায় ২৫০০ এর বেশি ফোন রিসিভ করেছেন এবং তার ৮৫.৫% সমাধান করেছেন। ইতিমধ্যেই ৫০০ জনের বেশি ছাত্র-যুব এই প্রয়াসে সামিল হয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages