Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 25, 2021

মুমূর্ষ রোগীকে নিজের রক্ত দিয়ে বাঁচালেন লকডাউনে কর্মহীন এক অটো চালক

মুমূর্ষ রোগীকে নিজের রক্ত দিয়ে বাঁচালেন লকডাউনে কর্মহীন এক অটো চালক



দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, দিনহাটা ঝুড়িপাড়ার বাসিন্দা,  নারায়ণ চন্দ্র সরকার, 72 বছর বয়সী এক মুমূর্ষু রোগীর জন্য "⭕➕" গ্রুপের রক্তের প্রয়োজনে যখন বাড়িরলোক দিশেহারা তখন এগিয়ে এলো লকডাউনে কর্মহীন এক অটো চালক। 


রোগীর প্রাণ রক্ষার্থে রক্তদান করতে এগিয়ে আসেন বুড়িরহাট-১ অঞ্চলের খুটমারা গ্রামের  26 বছর বয়সী বাসিন্দা আমজাদ আলী। 


পেশায়  অটোচালক আজ অটোতে  করে একজন রোগীকে চিকিৎসার জন্য কোচবিহার নিয়ে যান। সে সময় ফেসবুকে নজর পড়ে 'রক্ত চাই' এর আবেদন। কোচবিহার থেকে সরাসরি দিনহাটায় চলে আসেন আমজাদ। 


সদাহাস্যমুখ আমজাদ জানায়- এ নিয়ে পঞ্চমবার স্বেচ্ছায় রক্তদান করলাম। যখন ফেসবুকে দেখলাম O+  রক্তের প্রয়োজন তখন আর দেরি না করে চলে আসি। 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages