Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 26, 2021

কোভিড হেল্পলাইন, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে কমিউনিটি কিচেনের চতুর্থ দিন

কোভিড হেল্পলাইন, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে কমিউনিটি কিচেনের চতুর্থ দিন





কোভিড হেল্পলাইনের পক্ষ থেকে দুপুরে ২৩৪ জন এবং রাতে ২৪০ জন, কোচবিহার শহর ও সংলগ্ন এলাকায় কোভিড ও লকডাউনের কারণে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে দু বেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ তৃতীয় দিনের পর আজ চতুর্থ দিনে চলছে।




পূর্ব খাগড়াবাড়ী এলাকায় নেতাজি সুভাষ দাতব্য চিকিৎসালয়ের স্থায়ী ক্যাম্পেই রান্না করে স্বাস্থ্যসম্মতভাবে ভলান্টিয়াররা প্যাকেটজাত করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে।প্রতিদিন প্রায় ৪০জন কোভিড রোগীর বাড়িতেও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন তারা।


কোভিড হেল্পলাইনের যুগ্মসম্পাদক শুভাশিস তালুকদার বলেন, "আমরা গত ৫ ই মে এই কোভিড হেল্পলাইন গড়ে তুলি এবং সেই দিন থেকেই অনলাইনে টেলিক্লিনিক ও বিশেষ প্রয়োজনে আমাদের ভলান্টিয়াররা সাধ্যমত ঔষধ পৌঁছে দেওয়া থেকে নানারকম সাহায্য করে আসছে। ইতিমধ্যে লকডাউনের ফলে আমরা দেখছি বহু দিন আনা দিন খাওয়া মানুষজন কাজ হারিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, বহুজন কোভিডের কারণেও স্যোশাল বয়কটের জেরে খাদ্যসঙ্কটে দিনযাপন করছেন। এই সময় আমাদের এই গ্রুপের পক্ষ থেকে ও বিভিন্ন জায়গা থেকে একটি কমিউনিটি কিচেন গড়তে আবেদন আসে।



এই কমিউনিটি কিচেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতার আবেদন করছি। এর পাশাপাশি প্রতিদিন সকাল ৯ টা পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়, সেই সব মানুষজন ও পরিবারের কাছেও খাবার পৌঁছে দেওয়া হবে।

আমাদের এই কোভিড হেল্পলাইনে বিভিন্ন পেশার ২০০'র বেশী মানুষজন যুক্ত আছেন।"




কোভিড হেল্পলাইন এর পক্ষে যুগ্ম আহ্বায়ক শুভাশিস ঘোষ ও পৃষ্ঠপোষক সোমনাথ চৌধুরি সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই উদ্যোগে সামিল হওয়ার আবেদন জানান।আর্থিক ও সক্রিয় ভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখা হয়।

কমিউনিটি কিচেনে অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করতে যোগাযোগ করুন

9434093340,

8927783135,

9474827377

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages