কোভিড সংক্রান্ত যে কোন সমস্যায় ঝাঁপিয়ে পড়ছে হাবড়ার রেড ভলান্টিয়ার্সরা
হাবড়া সিপিএমের ছাত্র সংগঠনের একটি শাখা সংগঠন বানীপুর এসএফআই সেন্ট্রাল ইউনিট এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে তারা ভোটের রেজাল্ট ভুলে লেগে পরেছে মানুষের কাজ করতে যাদের পোশাকি নাম রেড ভলেন্টিয়ার্স।
গোটা পশ্চিমবঙ্গেই এখন সিপিএমের ছাত্র যুবদের রেড ভলেন্টিয়ার্স বাহিনী গড়ে উঠেছে। হাবড়া সিপিএমের এই শাখা সংগঠনের রেড ভলেন্টিয়ার্সের সদস্য সংখ্যা প্রায় ২৫।
হাবড়া রেড ভলেন্টিয়ার্সের ৬ টি সেক্টরে ভাগ করে গোটা পৌর অঞ্চলকে এবং পঞ্চায়েতেও গড়ে উঠেছে রেড ভলেন্টিয়ার্স টিম এবং ছাত্র সংগঠনের উদ্যোগেও গড়ে উঠেছে বানীপুর এসএফআই সেন্ট্রাল ইউনিট রেড ভলেন্টিয়ার্স। যার নেতৃত্বে রয়েছে কিশোর, স্বয়ংদীপ্ত, ধ্রুবজ্যোতি,সন্তু,কৌসিক এবং সদস্য রয়েছে সেতু,তন্ময়, শুভতোষ,শাওন, সোহম,সায়ন্তন,শুভংকর,বাপি,সুব্রীত,শুভেন্দু, সপ্তর্ষি আরও অনেকে। এছাড়াও মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেও মেয়েদের একটি দল করা হয়েছে যেখানে নেতৃত্ব দিচ্ছেন শতভিষা, দিয়া,আনতোরা।
গোটা বানীপুর তথা হাবড়া অঞ্চলের যে কোন জায়গা থেকে ২৪ ঘন্টার যে কোন সময় ফোন এলেই ছুটে যাচ্ছে এই রেড ভলেন্টিয়ার্স টিম।
কোভিড সংক্রান্ত যে কোন সমস্যায় এরা পাশে থাকছে- অসহায় বৃদ্ধ বাড়ীতে কেউ নেই হসপিটালে নিয়ে যাওয়া, কারো বাড়ী স্যানিটাইজ করা, শহরের গুরুত্বপূর্ণ জায়গা গুলি স্যানিটাইজ করা, অক্সিজেনের প্রয়োজনে,আর্থিক অবস্থা ভালো না হলে কিংবা বাড়ীতে রান্নার অসুবিধা থাকলে কোভিড রুগিকে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া, টেলিমেডিসিন সার্পোট,আর্থিকভাবে দূর্বল মানুষকে বিনামূল্যে করোনার ওষুধ এছাড়াও যে কোন সমস্যায় ঝড় জল মাথায় নিয়ে ছুটে যাচ্ছে সন্তু কিশোর ধ্রুবজ্যোতিরা।
No comments:
Post a Comment