লকডাউনে কালবাজারির বিরুদ্ধে ৬ দফা দাবিতে ডেপুটেশন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের
উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের পক্ষ থেকে আজ মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কালবাজারির বিরুদ্ধে ৬ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় CMOH মালদা অফিসে ।
বৃষ্টি বিঘ্নিত এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী , উনার নেতৃত্বে গুটি কয়েক কার্যকর্তাকে নিয়ে আজকের ডেপুটেশন জমা করেন। কিন্তু Cmoh এর অনুপস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে অফিসের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন তারা।
পরে এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে উত্তম কুমার নন্দী বলেন , এই নিদারুন করোনা পরিস্থিতিতে CMOH মহাশয়ের ভূমিকা ভালো নয়, মেইল করে অনুমতি চাইলেও উনি মেইল এর উত্তর দেন নি। ফোন করলেও ফোন ধরেন না। তাই তাঁকে না পেয়ে আমরা অফিসে জমা করলাম। আজকে আপনাদের মাধ্যমে উনার কাছে এই দাবি গুলি জানাচ্ছি। সেই দাবি গুলি হলো-
১/ নার্সিংহোমের অতিরিক্ত বিল বন্ধ হোক।
২/ ঔষধ ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়িদের কালোবাজারি বন্ধ হোক।
৩/ অক্সিজেন ,ও অক্সিমিটার নিয়ে কালোবাজারি কার স্বার্থে।
৪/ রোগীর বেড ও অন্যান্য পরিসেবার নামে টাকার দাবি করছে কিছু হসপিটালের স্টাফ,
৫/ covid এ মৃতদের দাহ করার জন্য ২০০০০ টাকা নিচ্ছে ।
৬/ অ্যাম্বুল্যান্সের চালক রা রোগির চেয়ে পাসেঞ্জার বহনে বেশি আগ্রহী।
উৎপল বাবু আরও জানান- "আমরা আবেদন করলাম। আশা রাখি ব্যবস্থা নেবেন। না হলে মালদা বাসির স্বার্থে এর জন্য যতদূর যেতে হয় যাব।"
No comments:
Post a Comment