করোনাকালে এবার বড় পদক্ষেপ নাজিরহাট ইয়ুথ ক্লাবের- তৈরি হলো Youth Volunteer
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গ্রামাঞ্চল গুলিও। আর তাই এবার এগিয়ে এলো নাজিরহাট গ্রামপঞ্চায়েতের নাজিরহাট ইয়ুথ ক্লাব। ক্লাবের পক্ষ থেকে তোরি করা হয়েছে 'ইয়ুথ ভলান্টিয়ার্স।'
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে- "নাজিরহাট ১ন; জি.পি. এলাকায় যদি কোনো সরকারি নথিবদ্ধ কোভিড পজিটিভ রোগী সম্পূর্ণ হোম আইসোলেশনে থাকেন তবে তার বাড়িতে খাদ্যসামগ্রী ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত নাজিরহাট ইয়ুথ ক্লাব - 'ইয়ুথ ভলান্টিয়ার্স'" ।
ইতিপূর্বে রক্তদান শিবির থেকে দুঃস্থদের পোশাক বিতরণ সহ নানান সমাজসেবামূলক কাজে নজীর গড়েছে নাজিরহাট ইয়ুথ ক্লাব। এবার করোনা কালেো এগিয়ে এলেন তারা।
নাজিরহাট এলাকায় শুধু নয় যদি নাজিরহাটের প্রতিবেশি অঞ্চলের থেকেও তাঁদের সাথে যোগাযোগ করা হয় তবে সেক্ষেত্রেও তারা উদ্যোগী হবেন বলে ক্লাবের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন জানিয়েছেন।
ইয়ুথ ভলান্টিয়ার্সদের সাথে যোগাযোগ করতে পারবেন নীচের নাম্বার গুলোতে-
WhatsApp no. 9064770512 (Secy.J.C.Ghosh).
8617838370 (Prsi. K.Ch.Ghosh).
8509822333(M.Hossain)
No comments:
Post a Comment