নিজের জমানো সমস্ত অর্থ রেড ভলান্টিয়ারদের হাতে তুলে দিলো ছোট্ট শুভাঙ্গি
রাজ্য জুড়ে যখন করোনা সংক্রমণ- তখন করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে রেড ভলান্টিয়ার্সরা। বেদ নেই দিনহাটাও। প্রান্তিক শহর দিনহাটাতে SFI-DYFI এর কর্মী সমর্থকরা গতবছর যেমন পথে নেমে করোনা নিয়ে সচেতনতা থেকে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া সহ যাবতীয় কাজ করেছিলো এবছরও তার ব্যতিক্রম নয়।
এবার এই রেড ভলান্টিয়ার্সদের নিজের জমানো অর্থ তুলে দিলো ক্লাস থ্রীর ছোট্ট শুভাঙ্গী। আজ SFI এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা রেড ভলান্টিয়ার্স শুভ্রালোক দাসের হাতে শুভাঙ্গী তার জমানো অর্থ তুলে দেয়।
শুভ্রালোক দাস বলেন- " একদিন ছোট ছোট কুঁড়িদের বাসযোগ্য করার অঙ্গীকার আমরা নিয়েছিলাম,আজ সেই কুঁড়িরা এগিয়ে এসেছে অসুস্থ পৃথিবীকে সুস্থ করার অঙ্গীকার নিয়ে l শুভাঙ্গি, ক্লাস থ্রির ছাত্রী সে, কিন্তু দায়িত্ব পালন করতে যে উচ্চতা নয় বরং মননের প্রয়োজন সেটা আরও একবার প্রমাণ করলো আমাদের শুভাঙ্গি l এযাবৎকালে "রেড ভলেন্টিয়ার্স" সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি।
শুভ্রালোক আরও বলেন- "এই বাচ্চাটি যে নিজের সঞ্চিত অর্থ দিয়ে কোনো পুতুল কিংবা লজেন্স কেনার পরিবর্তে মানুষের স্বার্থে তুলে দিলো আমাদের হাতে,আদতে সবটাই দায়িত্ব বোধ আর মননশীলতা l বড়ো হোক শুভাঙ্গিরা, অনেক বড়ো l আমাদের অঙ্গীকার হোক রোগমুক্ত একটা সুস্থ পৃথিবী ওদের উপহার দেওয়া যাতে এই সহজসরল উদার মনটা নিয়ে এই ছোট্ট ছোট্ট ভাবনা নিয়ে ওরা বিশ্বজয় করতে পারে l আমাদের আগামী, আমাদের গর্ব l"
No comments:
Post a Comment