Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 28, 2021

কর্মহীন পরিবারের পাশে দিনহাটার চিকিৎসক অজয় মণ্ডল

কর্মহীন পরিবারের পাশে দিনহাটার চিকিৎসক অজয় মণ্ডল



অনুপম মোদক , সংবাদ একলব্য :


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে  পরেছে দেশে, সারা দেশের সাথেও একই প্রভাব রাজ্যেও l সংক্রমণের হার নিম্নমুখী হলেও বিধি নিষেধ ৩১ শে মে থেকে বাড়িয়ে ১৫ই জুন করা হয়েছে l



এই বিধি নিষেধ প্রভাব পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর উপরে, এরকমই দিন রোজগার করা রিকশা চালক, ভ্যান চালক, ক্ষুদ্র সবজি বিক্রেতার পাশে এসে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l




দিনহাটা বোর্ডিং পাড়া মাঠে এরকম ৮০ জনের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী l চিকিৎসকের এই মহতি কাজে এগিয়ে আসেন দিনহাটা গার্লস স্কুলের প্রাক্তন ছাত্রীরা l চিকিৎসকের এই প্রয়াসে খুশি দিনহাটা বাসী l




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages