Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 28, 2021

মন্ত্রী পরিদর্শনের দুই দিনের মধ্যেই সেফ হোমের উদ্ধোধন

মন্ত্রী পরিদর্শনের দুই দিনের মধ্যেই সেফ হোমের উদ্ধোধন



ধূপগুড়ি: জয়ন্ত বর্মন:: করোনা আক্রান্তদের রাখার জন্য ধূপগুড়ি গার্লস কলেজকে সেফ হোম হিসাবে প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু এতদিন চালু করা হয়নি। শুক্রবার সেই সেফ হোমের শুভ উদ্বোধন করলেন জেলা স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামাণিক ও উত্তরবঙ্গে করোনার দায়িত্বে থাকা ওএসডি ডাঃ সুশান্ত রায়। 



এদিনের এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার পৌরমাতা ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ব্লক স্বাস্থ্য আধিকারিক, ধূপগুড়ি থানার আইসি, বিডিও সহ অনেকে।



উত্তরবঙ্গে করোনার দায়িত্বে থাকা ওএসডি ডাঃ সুশান্ত রায় বলেন," আজকে এখানে ১০০ টি বেডের সেফ হোমের উদ্ধোধন করা হলো।  এখানে ৪০০ বেডের সেফ হোম করা যাবে। ধূপগুড়ি হাসপাতালে ২০ বেডের কোভিড কেয়ার সেন্টার করা হবে। মানুষ হালকাভাবে নিচ্ছেন বলেই মৃত্যুর হার বাড়ছে। কেননা বাড়িতে থাকলে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে।তাই করোনা আক্রান্তদের বলব আপনারা হাসপাতালে আসুন।  ডাক্তার, নার্সরা আপনাদের দেখভাল করবেন। জীবনের ৮ টা ১০ টা দিন হাসপাতালকে দিন। জলপাইগুড়ি জেলায় সেফ হোমে বেডের সংখ্যা রাজ্যের মধ্যে সবথেকে বেশি। এই মুহূর্তে উত্তরবঙ্গে সুস্থতার হার ৯২ শতাংশ।"  



উল্লেখ্য ধূপগুড়ি পৌর ও গ্ৰামীণ এলাকায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকেরই বাড়িতে আলাদা করে থাকার জায়গা নেই। তাই চাপ বাড়ছিল সেফ হোম উদ্ধোধনের। এরপর গত বুধবার ধূপগুড়িতে আসেন রাজ্যের অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াইক। ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতাল ও  সেফ হোমের জন্য নেওয়া ধূপগুড়ি গার্লস কলেজ পরিদর্শন করেন তিনি। এমনকি হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এরপর এদিন এই সেফ হোমের উদ্ধোধন করা হলো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages