Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 15, 2021

BREAKING NEWS: রাজ্যে আগামী দুই সপ্তাহের জন্য জারি হল লকডাউন

BREAKING NEWS: রাজ্যে আগামী দুই সপ্তাহের জন্য জারি হল লকডাউন




করোনার ভয়াল প্রকোপ দেশের সাথে সাথে রাজ্যেও। দিনের পর দিন করোনা সংক্রমণ বাড়লেও কেন্দ্রের তরফে লক ডাউন বা কোনও বিধি নিষেধ আরোপের দিকে হাটেনি। সেসব দায়ভার ছেড়েছে রাজ্যের ওপরেই। সেই মতোই দেশের একাধিক রাজ্য সংক্রমণে রাশ টানতে লক ডাউনের পথে হেঁটেছে আগেই। এবার একই পদক্ষেপ পশ্চিমবঙ্গেও। দৈনিক সংক্রমণের সংখ্যা একুশ হাজার ছুঁইছুঁই। টানা দশ দিন ধরে দৈনিক মৃত্যু শতাধিক পেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যে আংশিক লক ডাউন করেছিল রাজ্য সরকার। আজ ফের সকালেই সাংবাদিক বৈঠক করে রাজ্যে আগামী দুসপ্তাহ পর্যন্ত লক ডাউন জারির কথা জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।



আগামীকাল থেকে আগামী ৩০ই মে জুন এই লক ডাউন জারি হল রাজ্যে। সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান- 

১. সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, অঙ্গনোয়ারী, আইটিআই সহ সকল শিক্ষা প্রতিস্থান বন্ধ থাকবে। 

২. সকল সরকারী ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র, ইমারজেন্সি ও প্রয়োজনীয় সার্ভিস ছাড়া সকল কিছুই বন্ধ থাকবে। যেমন, হেলথকেয়ার, ভেটেনারি, সোশ্যাল ওয়েলফেয়ার, পাওয়ার, প্রিন্টার ইলেক্ট্রনিক মিডিয়া, টেলিকম, বিদ্যুৎ, ফায়ার, সিভিল ডিফেন্স, জল, স্যানিটাইজেশন, ইত্যাদি ইমারজেন্সি ও প্রয়োজনীয় সার্ভিস ছাড়া সব কিছু বন্ধ থাকবে। 

৩. শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, বিউটি পার্লার সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।

৪. মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা।

৫. মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

৬. ঔষধের দোকান, চশমার দোকান তাঁদের নিয়ম অনুসারে খোলা থাকবে। 

৭. পার্ক, চিড়িয়াখানা বন্ধ থাকবে। 

৮. রাজ্যের মধ্যবর্তি লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে ইমারজেন্সি ও প্রয়োজনীয় ক্ষেত্রেই ছাড় থাকবে। 

৯. ট্যাক্সি বা অটো চলাচল জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে।

১০. ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সা ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

১১. ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখা যাবে।

১২. জুট মিলগুলিকে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। 

১৩. ব্যাঙ্ক ১০টা থেকে ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে, এটিএম চালু থাকবে।

১৪. পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ খোলা থাকবে।  

১৫. বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। 

১৬. সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়। 

১৭. রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  


প্রয়োজনীয় ও জরুরীকালীন পরিষেবা ছাড়া সকলক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো সরকার। আগামীকাল ১৬ই মে ২০২১ থেকে ৩০ই মে পর্যন্ত এই লক ডাউন জারি থাকবে বলে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।  

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages