করোনা বিষয়ে নবদ্বীপবাসীকে সচেতন করতে পথে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
গতবছরের মতো এবারও করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা।
প্রতিদিন অসংখ্য মানুষ কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অনেকে সুস্থ হচ্ছেন আবার অনেকেই মারা যাচ্ছেন। এবছর করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। অক্সিজেনের অভাবও দেখা দিয়েছে। হাসপাতালে বেডেরও অভাব। ভ্যাকসিনও পর্যাপ্ত না থাকায় আতঙ্ক বাড়ছে। বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থার দিকে নজর না দিয়ে ভোট নিয়ে ব্যস্ত থেকেছেন। মোদি সরকার ২০ হাজার কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন বানাচ্ছেন। অথচ এই টাকা কোরনা মোকাবিলায় খরচ করা যেতো। কিন্তু তা মোদি সরকার করছেন না। বরং সরকার গায়ত্রী মন্ত্র ও প্রাণায়মের ভূমিকা বুঝতে কোভিড ট্রায়ালে অর্থ বরাদ্দ করেছে এবং গবেষণায় অবৈজ্ঞানিক চিন্তার প্রসারে সহায়তা করছে যা বিজ্ঞান ও যুক্তিবিরোধী কাজ।
এমনই ভয়ংকর পরিস্থিতির মধ্যে যুক্তিবাদী সমিতি মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন, মাস্ক পড়তে, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখতে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে এবং ডাক্তারের পরামর্শ নিতে অনুরোধ করছেন । এমুহূর্তে একমাত্র সচেতনতাই এই রোগ থেকে মানুষকে বাঁচাতে পারে। মানুষকে সচেতন করতে নবদ্বীপ শহর জুড়ে চলছে পোস্টারিং কর্মসূচী। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান যুক্তিবাদী সমিতির সদস্যরা।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, "ধর্মালয় নয়, চাই হাসপাতাল ও সকলের জন্য বিনামূল্যে উন্নত বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। দীর্ঘ লকডাউনের কারণে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের উচিৎ তাদের আর্থিক সাহায্য করা। সেইসাথে যারা গুজব ছড়াছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়াও জরুরী। করোনা আক্রান্ত ব্যক্তি বা তাঁর পরিবারকে অবহেলা না করে তাঁদের পাশে দাঁড়ানো উচিৎ, নিয়মিত তাঁদের খোঁজ নেওয়া, প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়াসহ মানবিক হাত বাড়িয়ে দেওয়া দরকার।"
No comments:
Post a Comment