Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 20, 2021

আপনার প্রয়োজনে দিনহাটার রেড ভলান্টিয়ার্সদের কীভাবে পাবেন? রইলো ফোন নাম্বার

আপনার প্রয়োজনে দিনহাটার রেড ভলান্টিয়ার্সদের কীভাবে পাবেন? রইলো ফোন নাম্বার 



করোনাকালীন পরিস্থিতিতে রাজ্যজুড়ে SFI-DYFI এর নেতৃত্বে মানুষের পাশে দাঁড়িয়ে নানা পরিষেবা দিয়ে যাচ্ছে রেড ভলান্টিয়ার্স। আক্রান্তের বাড়ি স্যানিটাইজেশন,বাজার স্যানিটাইজেশন থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা,আক্রান্তের বাড়িতে ওষুধ-খাবার পৌঁছে দেওয়া,রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া,রক্তদান শিবির করা রাজ্য জুড়ে রাজনীতি রং এর উর্দ্ধে উঠে মানুষের পাশে এভাবেই দাঁড়াচ্ছে তারা।ব্যাতিক্রম নয় কোচবিহার জেলার দিনহাটাও।


দিনহাটাতে ও রেড ভলান্টিয়ার্স এর উদ্যোগে চলছে মানুষকে পরিষেবা দেবার কাজ।ইতিমধ্যে কোভিড কেয়ার ক্যান্টিন থেকে শুরু করে,ওষুধ পৌঁছে দেওয়া,স্যানিটাইজেশন ও সর্বোপরি কোভিড সংক্রান্ত যে কোন অসুবিধায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তাঁরা।তাদের হেল্পলাইন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে,সেই হেল্পলাইন নম্বরে কোন ফোন এলেই তাঁরা ছুটে যাচ্ছে আর্তর পাশে দাঁড়াতে সেটা দিন হোক বা রাত।



জানা যায় আজ ও দিনহাটা ১৩ নম্বর ওয়ার্ডের এক পরিবারের সকল সদস্য কোভিড আক্রান্ত তারা হোম আইসোলেশন এ আছে,হেল্পলাইন নম্বরে খাবার এর জন্যে ফোন এলে রেড ভলান্টিয়ার্স এর সদস্যরা তাদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসে।এছাড়াও আজ দিনহাটা ২,৬ ও ১২ নং ওয়ার্ডের তিন কোভিড আক্রান্তের বাড়িতে স্যানিটাইজেশন করা হয় দিনহাটা রেড ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে।


দিনহাটা রেড ভলান্টিয়ার্স এর আহ্বায়ক শুভ্রালোক দাস জানান "গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতে ও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি এই অতিমারীর সময় মানুষের পাশে থাকার।দিনহাটার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আপনারা ঘরে থাকুন,লকডাউন ও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলুন যে কোন রকম অসুবিধায় রেড ভলান্টিয়ার্স এর সাথে যোগাযোগ করুন।"

দিনহাটার সর্বস্তরের সাধারণ মানুষ রেড ভলান্টিয়ার্স এর এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages