অতিমহামারীতে সাধারণের পাশে সালতোড়া স্টোন ক্রেসার অ্যাসোসিয়েশন
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া
করোনার দ্বিতীয় ঢেউ এ বেসামাল অবস্থা দেশজুড়ে। বাঁকুড়ায় সুস্থতার হার বেশি হলেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে প্রশাসনের পাশে দাঁড়ালো শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই সংগঠন কে সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলো শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ মন্ডল।
মঙ্গলবার এই সংগঠনের অফিস চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে মঙ্গলবার একটি অ্যাম্বুল্যান্স, ২০ টি অক্সিজেন সিলিণ্ডার, বেশ কিছু অক্সিমিটার সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপত্র যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই সংগঠন।
সংগঠনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সালতোড়া ব্লক প্রশাসন ও সাধরণ মানুষ।
No comments:
Post a Comment