জাকির হোসেন-এর পরিবারের পাশে দাঁড়ালো প্রয়াস সাথী
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ
গত তিন বছর আগে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্ৰাম পঞ্চায়েতের সীতারবাড়ি এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার জাকির হোসেন নামে এক টোটো চালক । মূলত দুপয়সা অর্থ উপার্জন করতে টোটো কেনেন তিনি । পরিবারে স্ত্রী ও দুই ছেলে সহ মোট চারজনের সংসার । যদিও সংসারের হাল ধরতে বড়ো ছেলে দিনমজুরের কাজ করেন এবং ছোট ছেলে এখনো অনেক ছোট ।
জাকির বাবু জানান, সেদিন যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় ডান পা ভেঙে যায় তার । পরে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সহ বেশ কিছু সরকারি হাসপাতালে চিকিৎসা করান তিনি । চিকিৎসা করেও কাজের কাজ হয়নি কিছুই । শেষে কূলকিনারা না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কিছু টাকা জোগাড় করে চিকিৎসার জন্য রওনা দেন বিহার রাজ্যের পাটনার এক বেসরকারি নার্সিংহোমে ।
সেখানে পায়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন তিনি । বর্তমানে পায়ের সেই স্থানে ঘা তৈরি হয়েছে । ফলে চিকিৎসার জন্য পূনরায় তিনি যেতে চান পাটনায় , কিন্তু তিনি যাবেন কিভাবে ? যাতায়াতের খরচ টুকুও যে নেই তাঁর হাতে । একদিকে অভাবের সংসার অপরদিকে তাঁর পায়ের চিকিৎসা । ফলে এক প্রকার দিশেহারা তাঁর পরিবার ।
তাদের এই করুণ অবস্থার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এদিন সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে কিছু সাহায্য করা হয় বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক সাহানুর সিদ্দিকী ।
No comments:
Post a Comment