'উত্তরবঙ্গ রাজ্য চাই' এর পাল্টা 'করুক দেখি বাংলা ভাগ'- নেট দুনিয়া বাদ-প্রতিবাদে উত্তাল
বিধানসভা নির্বাচনে সব রেকর্ড ছাপিয়ে রাজ্যের মসনদে ফের তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই ভোটের ফলে দুমড়ে মুচড়ে গেছে বিজেপি তবে মুখ রক্ষা করেছে উত্তরবঙ্গ।
কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষনা হতেই ভোট পরবর্তী হিংসা রাজ্যজুড়ে। তৃণমূল- বিজেপি সংঘর্ষে প্রাণ কেড়েছে বেশ কয়েকজনের। এমন পরিস্থিতির মাঝেই সোশ্যাল মিডিয়া জুড়ে 'উত্তরবঙ্গ রাজ্য চাই'- র দাবিতে সরব একদল মানুষ। গড়ে উঠেছে ফেসবুক গ্রুপ, যেখানে রাতারাতি কয়েক হাজার সদস্য। রাজনৈতিক মহল মনে করছে, উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি। বেশ কিছু আসন পেয়েছে বিজেপি। ফলে উত্তরবঙ্গ কে রাজ্য হিসেবে চাইছে বিজেপির কর্মী সমর্থকরা।
তবে এখানেই সীমাবদ্ধ থাকেনি। ফের বাংলাভাগ দেখতে রাজি নয় একদল মানুষ। আর তাই এবার 'উত্তরবঙ্গ রাজ্য' দাবীর বিরোধীতায় গড়ে উঠেছে 'করুক দেখি বাংলা ভাগ' গ্রুপ। এই গ্রুপ তৈরি হতেই রাতারাতি গ্রুপের সদস্য সংখ্যা কয়েক হাজার পেড়িয়েছে। গ্রুপের যোগদান অব্যাহত।
বলা চলে, সোশ্যাল মিডিয়ায় জুড়ে বাংলা ভাগের এক ঝড় যখন আছড়ে পড়েছে উত্তরবঙ্গ বাসীর একাংশ তখন বাংলাভাগ রক্ষায় সেই ঝড়কে সামলাতেও নেমে পড়েছে। বিশিষ্টমহল মনে করছে, গেরুয়া শিবিরের একদল সমর্থক রাজ্যকে দখল করতে না পারায় বাংলা ভাগের ডাক দিয়েছে। সোশ্যাল হ্যাণ্ডেল ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ সর্বত্র এই দুই অংশের প্রচার চলছেই। এখন দেখার এর শেষ পরিণতি কি।
এদিকে, উত্তরবঙ্গ রাজ্যের দাবি নিয়ে অনেককেই কটাক্ষ করতে দেখা গেছে। নেট নাগরিকদের একাংশ পোস্ট করে সেই দাবির বিরোধীতায় সরব হচ্ছেন। প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর রাজনৈতিক হিংসা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বাদ নেই উত্তরবঙ্গেও। এর মাঝেই নেট দুনিয়া বাংলা ভাগ-কে বিজেপির চক্রান্ত বলেও অনেকেই দাবি করছেন।
No comments:
Post a Comment