Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 8, 2021

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির SFI-DYFI ও দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির  SFI-DYFI ও দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর


dinhata: 

করোনা মহামারী পরিস্থিতিতে গোটা কোচবিহার জেলা জুড়ে চরম রক্ত সংকট দেখা দিয়েছে,জেলার প্রতিটি ব্লাড ব্যাংক প্রায় রক্তশুন্য।এই সংকট মেটাতে আজ দিনহাটা SFI-DYFI ও দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে দ্বিতীয়_পর্যায়ের রক্তদান শিবির ৮ ই মে "বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে Blood Mobile ভ্যানে দিনহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।মোট ১৭ জন রক্তদাতা রক্তদান করেন।এদের মধ্যে ১ জন ছাত্রী ও ২ জন যুবতী রক্তদাতা রক্তদান করেন।


এদিন সমস্ত রকম করোনা স্বাস্থ্যবিধি মেনে এই শিবির অনুষ্ঠিত হয়।দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর পক্ষে জানানো হয় "গোটা জেলাজুড়ে রক্ত সংকট চলছে সেইসাথে ১৮ বছরের উর্দ্ধে টিকাকরন শুরু হলে আগামী দিনে আরও রক্তসংকট চরমে পৌঁছবে।আর প্রতিবছর বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা রক্তদান শিবির করে থাকি।এই পরিস্থিতিতে আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের রক্তদান শিবির অনুষ্ঠিত হল।



দুই পর্যায় মিলিয়ে মোট ৪৮ জন রক্তদাতা রক্ত দান করেন ৩১+১৭ = ৪৮ তাদের মধ্যে ছাত্রী ৪ জন ও যুবতী ২ জন।আমাদের তৃতীয় পর্যায়ের তারিখ আগামীতে জানানো হবে। উপস্থিতি ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর আহ্বায়ক শুভ্রালোক দাস, টুটুল সরকার, অংগুমালি রায়, সৌরভ সরকার, ডি ওয়াই এফ আই নেতা অভিনব রায়, উজ্জ্বল গুহ মিলন শীল, কৌশিক রায় প্রমুখ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages