Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 9, 2021

পবিত্র রমজান উপলক্ষ্যে সুকটাবাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

পবিত্র রমজান উপলক্ষ্যে সুকটাবাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি



পবিত্র রমজান মাসে সিয়াম (রোযা) সাধনার সঙ্গে সঙ্গে মুসলিমরা গরীব দুঃস্থ অসহায়দের মাঝে যাকাত ,ফেতরা সহ বিভিন্ন দান সদকা করে থাকে   অধিক পরিমাণে। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী  রমযান মাসে সৎ কাজ করলে অন্য মাসের সৎ কাজের থেকে সত্তর গুণ বেশি পুণ্যার্জন হয়। এই মাসে তাই বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারেও  হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন গোটা ভারতবর্ষে রমজান মাসে গরীব দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এই কাজে তারা এলাকা ভিত্তিক ভাবে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনকে সাথে নিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়িত করে। এরই অংশ হিসেবে কোচবিহার ১ নং ব্লকের সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি জায়গায় খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। খাদ্য সামগ্রী গুলো সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ীঘাট গ্রামের পুরুষ হালকা ও মহিলা হালকা অধীনে বিতরণ হয় । বিতরনের সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করার সার্বিক দায়িত্বে ছিলেন যথাক্রমে পুরুষ হালকা ও মহিলা নাজিম ও নাজিমা   জুলফিকার আলী ব্যাপারী ও ছকিলা বিবি।

সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন আন্দোলনের অন্যতম  মুখ কাওসার আলম ব্যাপারী কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, এসব কাজ খুবই মহৎ তাই এসব কর্মসূচি আরো বেশি বেশি হওয়া উচিত , যাতে করে আরো বেশি করে গরীব দুঃস্থদের কাছে এর সুবিধা পৌঁছাতে পারে। মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী নুর ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান , এখানে উপস্থিত থেকে খুবই ভালো লাগছে। একটি ভালো কাজে উপস্থিত থেকে  উৎসাহ প্রদান করার কারণ হলো সে কাজটি জেনো যারা করছে পরবর্তীতে আরও ব্যাপক ভাবে করতে পারে। আমি নিজেও একটি জনকল্যাণ মূলক সংগঠনের সঙ্গে জড়িত। তাই এসব কাজে আমি সব সময় থাকার চেষ্টা করি।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আজকে অনেকগুলো পরিবার উপকৃত হয়। এই কর্মসূচিতে হান্নান রশিদ, আবুল হোসেন, মিন্টু আলী, সাকিদুল ইসলাম, শাহানুর আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages