অভিনব ভাবে ছেলের জন্মদিন পালন
শচীন পাল, গোপীবল্লভপুর:- নয়াগ্রাম ব্লকের টিয়াকাটি রামেশ্বর বাসিন্দা কর্মসূত্রে মুম্বাই নিবাসী অজিতেশ নায়েক তার ছেলে সুস্মিত নায়েকের একাদশ তম জন্মদিন পালন করলেন অন্যভাবে।
গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভোলা- মোহুলী গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির গর্ভবতী মহিলা ও শিশুদের হাতে দুধ, কলা,ডিম, সাবান তুলে দিয়ে। তাদের এই আনন্দের উপহার তুলে দিলেন গোপীবল্লভপুর এর স্বেচ্ছাসেবী সংস্থা এক মুঠো স্বপ্ন পরিবারের হাত ধরে।
এক মুঠো স্বপ্ন পরিবারের সদস্য সুমিত দাস জানান এইভাবে সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন সবাই সবার পাশে থাকতে পারে।
No comments:
Post a Comment