কোনো আবোলতাবোল কথা বিশ্বাস করার আগে পরীক্ষা করুন
সন্দীপন ধর
ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম তথা বিভিন্ন গণমাধ্যমে একটি খবর খুব প্রচারিত হচ্ছে যে করোনার টিকা নেওয়ার পরে দেহর ভেতরে নাকি এমন পরিবর্তন হচ্ছে, যে দেহ চুম্বকে পরিণত হচ্ছে।
অতি সংক্ষেপে একটু কারণটাও বলি। তরল এবং কঠিন বস্তুর মাঝে একটি বল বা ফোর্স কাজ করে। ইংরেজিতে adhesive ফোর্স। বাংলায় সংযোজক বল বা সংহত বল। এই বলের জন্য তরল এবং কঠিন বস্তু একসাথে জুড়ে থাকতে চায়। খানিকটা বাইরের বায়ুর চাপও বস্তু দুটিকে জুড়ে থাকতে সাহায্য করে অনেক সময়। বেশিরভাগ ক্ষেত্রেই এই জুড়ে থাকা অতি সামান্য সময়ের জন্য। আবার কঠিন পদার্থের গায়ে জলের ফোঁটা অনেকক্ষন আটকে থাকে!
এখন ভারতের বিভিন্ন যায়গার আবহাওয়া ভয়ানক রকমের আর্দ্রতা রয়েছে কখনো কখনো ৯৪ শতাংশ বা তারও বেশি। তাই শরীরে একটা ভিজে স্যাতস্যাতে ভাব থাকেই। সংযোজক বলের জন্য একেবারে আদর্শ অবস্থা। কঠিন পদার্থটির পৃষ্ঠ যত মসৃণ হবে ততই ভালো!
ব্যাস আর কি। এসি চলছেনা এমন জায়গায় গ্যাট হয়ে বসে শরীরে কয়েন, চামচ এইসব চাপ দিয়ে ধরলেই মনে হচ্ছে যেন লেগে আছে। লোমশ শরীরে কিছুতেই হবে না।
কোভিডের টিকার সাথে বা চুম্বকের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। টীকা নিন, সু্স্থ থাকুন।
Khub valo
ReplyDelete