কর্মহীন মানুষদের পাশে দিনহাটার একদল তরুণ যুবক
অনুপম মোদক, দিনহাটাঃ করোনার দ্বিতীয় ঢেউ এর সাথে যখন একদিকে লড়ছে গোটা দেশ অপরদিকে দিন এনে দিন খাওয়া মানুষদের টান পড়েছে পেটে । লকডাউন এর জেরে কাজ হারিয়েছে বহু মানুষ ।
'মানুষ মানুষের জন্য' বার্তা নিয়ে কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে দেখতে পাওয়া গেল দিনহাটার একদল তরুণ যুবককে । তাদের জিজ্ঞেস করলে তারা জানান 'আমরা সবাই' এর পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ ।
এদিন দিনহাটা পৌরসভার প্রায় সকল ওয়ার্ডে চাল, ডাল, মুড়ি, সয়াবিন, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন - আলম মিয়া, জিষ্ণু দেব, রিক মঞ্জুমদার, কৃষানু ঘোষ, আদিত্য সাহা সহ প্রমুখরা ।
No comments:
Post a Comment