Breaking

Post Top Ad

Tuesday, June 15, 2021

কর্মহীন মানুষদের পাশে দিনহাটার একদল তরুণ যুবক

কর্মহীন মানুষদের পাশে দিনহাটার একদল তরুণ যুবক





অনুপম মোদক, দিনহাটাঃ করোনার দ্বিতীয় ঢেউ এর সাথে যখন একদিকে লড়ছে গোটা দেশ অপরদিকে দিন এনে দিন খাওয়া মানুষদের টান পড়েছে পেটে । লকডাউন এর জেরে কাজ হারিয়েছে বহু মানুষ ।

'মানুষ মানুষের জন্য' বার্তা নিয়ে কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে দেখতে পাওয়া গেল দিনহাটার একদল তরুণ যুবককে । তাদের জিজ্ঞেস করলে তারা জানান 'আমরা সবাই' এর পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ ।

এদিন দিনহাটা পৌরসভার প্রায় সকল ওয়ার্ডে চাল, ডাল, মুড়ি, সয়াবিন, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন - আলম মিয়া, জিষ্ণু দেব, রিক মঞ্জুমদার, কৃষানু ঘোষ, আদিত্য সাহা সহ প্রমুখরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages