করোনা কেড়ে নিয়েছে স্ত্রীর জীবন- স্ত্রীর স্মরণে অসহায় মানুষের পাশে দাঁড়ালো দিনহাটার বিশ্বজিৎ
করোনার কড়াল গ্রাস কেড়ে নিয়েছে প্রিয় মানুষটিকে। স্ত্রীর স্মরণে করোনা কালে অসহায় মানুষের পাশে দাঁড়ালো দিনহাটার বাসিন্দা বিশ্বজিৎ সরকার।
কিছুদিন আগেই করোনা কেড়ে নিয়েছে স্ত্রী স্নেহা সরকারের জীবন । তাঁর স্মৃতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে তিনি দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর হাতে চাল,ডাল সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন আজ।
দিনহাটার রেড ভলান্টিয়ারের আহ্বায়ক শুভ্রালোক দাস জানান- "আগামীতে দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা দিনহাটার দুস্থ পরিবারগুলির হাতে সেইসব সামগ্রী তুলে দেবে বলে জানা যায়।"
No comments:
Post a Comment