ওয়াকো ইন্ডিয়া কিক্ বক্সিং এর ন্যাশনাল কোচিং কমিটিতে স্থান পেলেন গৌরব
অর্পিতা ভট্টাচার্য, কলকাতাঃ
হুগলি জেলার গৌরব গোস্বামী ওয়াকো ইন্ডিয়া কিক্ বক্সিং এর ন্যাশনাল কোচিং কমিটিতে স্থান পেয়েছেন ।
ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশন (WAKO) এর অন্তর্গত ভারতের একমাত্র সংস্থা হলো ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন। এই সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা অনুমোদিত।
গৌরব গোস্বামী টানা ১৯ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে তিনি আন্তর্জাতিক কোচ এবং রেফার। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ফিটনেস প্রশিক্ষকও।
ওয়েস্টবেঙ্গল কিকবক্সিং অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট বিশ্বনাথ রায় গৌরবের সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং তিনি আশাবাদী যে এই ধরনের পদক্ষেপ ও কার্যকলাপ বাংলার গৌরব বৃদ্ধি ঘটাবে। তিনি বলেন- আমরা আশা করি গৌরব তার কোচিং ও প্রশিক্ষণের দ্বারা সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করবে।
গৌরব বলেন- 'পশ্চিমবঙ্গের কিক বক্সিং খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধিতে বিশেস নজর দেবো।'
No comments:
Post a Comment