বাসন্তীরহাটে শুরু হলো ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র
অরবিন্দ শর্মা, বাসন্তীরহাটঃ
সীমান্তবর্তী শহর দিনহাটার এক প্রান্তিক গ্রামীন জনপদ বাসন্তিরহাট। এই গ্রামীন এলাকায় খেলাধূলার সুনাম রয়েছে। ক্রিকেট, ভলিবল, ফুটবল সব খেলাতেই আগ্রহী খেলায়ারের সংখ্যাও কম নয়। কিন্তু কোন প্রশিক্ষণের ব্যবস্থা তেমন ছিলো না।
আজ থেকে বাসন্তীরহাটে শুরু হলো ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ কেন্দ্রটি চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিন এক প্রীতি ফুটবল ম্যাচের মধ্যদিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করেন বুড়িরহাট ২ নং অঞ্চল প্রধান সুশান্ত বর্মন এবং ইউনিট সভাপতি বিপ্লব দত্ত।
No comments:
Post a Comment