Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 8, 2021

সুন্দরবনে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ

সুন্দরবনে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ




নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা


ত্রাণ নিয়ে সুন্দরবন এলাকায় মানুষের পাশে দাঁড়ালো স্বর্ণদ্বীপস্বেচ্ছাসেবী সংগঠন। স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় সারা বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কাজ করে চলছে।সেই স্বর্ণদ্বীপ এবার এগিয়ে এলো সুন্দরবনের ইয়াস প্রভাবিত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে।


শনিবার স্বর্ণদ্বীপের সদস্য-সদস্যারা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবন কোষ্টাল থানার সেইসব প্রত্যন্ত এলাকায় যেখানে এখনও সেভাবে ত্রাণ পৌঁছায়নি।স্বর্ণদ্বীপ টিমের পক্ষ থেকে এদিন ত্রাণ বিলি করা হয় কুমিরমারি, ছোট মোল্লাখালি পালামারি,সরকার পাড়া এলাকার তিন শতাধিক পরিবারের মধ্যে।এই পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয় মুড়ি, চিড়ে,ছাতু, বিস্কুট, বেবি ফুড, সাবান,বাতাসা, চিনি, স্যানিটারী ন্যাপকিন,সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীকান্ত বধূক,জয়শ্রী মন্ডল, রাজু মন্ডল,দিলীপ সর্দার, শম্পা দাস, সোমা দাস, কল্যাণ সরকার, বিতান দাস, দেবকুমার নস্কর, সুফল ঘোষ, দীননাথ ঢালী, মিষ্টি মন্ডল, মিঠু রায়সহ অন্যান্যরা।ত্রাণ পেয়ে খুশি এলাকাবাসী ।


পাশাপাশি এলাকায় বাঁধ মেরামত ও মজবুত বাঁধ নির্মাণে স্বর্ণদ্বীপের কাছে সহযোগিতা চান এলাকাবাসী।স্বর্ণদ্বীপের পক্ষ থেকে বাঁধ বিষয়ে এলাকাবাসীর দাবি প্রশাসনিকস্তরে পৌঁছে দেওয়ার ও সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages