Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 8, 2021

কর্মহীন পুরোহিতদের পাশে দিনহাটার চিকিৎসক

কর্মহীন পুরোহিতদের পাশে দিনহাটার চিকিৎসক



অনুপম মোদক, ৮ ই জুন , দিনহাটা :

সারা বিশ্বে চলছে অতিমারীর ঝড়, সেই ঝড় আছড়ে পরেছে ভারতেও l একের পর এক ঢেউ আছড়ে পরেছে বিশ্বে, ভারতে চলছে দ্বিতীয় ঢেউ, যে ঢেউ নিয়ন্ত্রণ করতে প্রথম অবস্থায় বেগ পেতে হয় দেশ থেকে রাজ্যগুলিকে l

হুহু করে সংক্রমণের হার বাড়লেও এখন সেই গ্রাফ নিম্নমুখী l গ্রাফ নিম্নমুখী হলেও সারা দেশে রয়েছে কড়া বিধিনিষেধ l রাজ্যেও রয়েছে কড়া বিধিনিষেধ যা বাড়িয়ে দেওয়া হয়েছে ১৫ই জুন পর্যন্ত l

সারা রাজ্যে কড়া বিধিনিষেধে প্রভাব পরেছে স্বাভাবিক জনজীবনে l কর্মহীন হয়ে পরেছে বহু দিন আনা দিন খাওয়া দিন মজুর থেকে সাধারণ বিক্রেতা ও পৌরোহিত্য করে জীবিকা নির্বাহ করা পুরোহিতরা l

এই অতিমারী পরিস্থিতিতে ৫০টি পুরোহিত পরিবারের পাশে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল ও তার সহায়কগন l

বানভাসি মানুষ থেকে ভ্যান টোটো চালক, নিষিদ্ধ পল্লীর শিশু, সমাজের দুঃস্থ মানুষের দিকে বারবার হাত বাড়িয়ে দিয়েছেন ডাক্তারবাবু l করোনা মহামারীর প্রথম থেকেই  দিনহাটার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডাঃ অজয় মন্ডল l

আজ পুরোহিত পরিবারগুলির হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, বিস্কুট ইত্যাদি খাদ্যসামগ্রী lচিকিৎসকের এই মহতি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন দিনহাটাবাসী l 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages