Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 9, 2021

we are the common people এর সঙ্গে যৌথ ভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়ালো গুঞ্জ

we are the common people এর সঙ্গে যৌথ ভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দের পাশে দাঁড়ালো গুঞ্জ  




করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ হচ্ছে লকডাউন। ফলে দরিদ্র পরিবারগুলিতে বাড়ছে খাদ্য সঙ্কট।এই লকডাউনে অসহায় ২০০টি পরিবারের মাঝে চাল ,ডাল ,বড়ি ,তেল সহ ত্রাণ  সামগ্রী ও  মাস্ক  বিতরণ করা  হলো সামাজিক সংগঠন গুঞ্জ  এবং we are the common people এর  উদ্যোগে  ।



ত্রাণ সামাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, we are the common people এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত সংগঠনের সহ  সভানেত্রী সুদীপ্তা রায়চৌধুরী  । গুঞ্জ এর সংগঠক সুরিন্দর সিং ,সিরাম  থেলাসেমিয়া ফেডারেশনের তরফে শ্রী সঞ্জীব আচার্য প্রমুখ।



we are the common people এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত  বলেন  , প্রথম লকডাউন থেকেই  বিভিন্ন সংগঠনের  সহযোগীতায়  ত্রাণ  কার্য পরিচালনা করছে আমাদের সংগঠন,আজকের কর্মসূচী  করা সম্ভব  হয়েছে গুঞ্জ  এর সহযোগীতার  জন্য যার জন্য আজ এই অঞ্চলের হকার ,হাত রিস্কা  চালক সহ  অসংগঠিত ক্ষেত্রের  সঙ্গে পেশাগত ভাবে যুক্ত  ২০০ টি  পরিবার উপকৃত হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages