অবশেষে কালিপাহাড়ী থেকে উদ্ধার হল রেলপারে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ
গত চারদিন ধরে চলছে মুষলধারায় বৃষ্টি । আর যার ফলে আসানসোল এর বিভিন্ন জায়গায় জলস্তর বেড়ে যায়।আসানসোল গাড়ুই নদীর জলের প্লাবনে জলমগ্ন হয়ে পড়ে রেলপারের বিস্তৃণ এলাকা। ডুবে যায় বহু বাড়িঘর।
আর তারমধ্যেই আসানসোল রেলপার নয়া মহল্লার বাসিন্দা ২২ বছরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র মহঃ ইফতেকার বন্ধুদের সাথে যায় সেখানে রেলপারের ইকবাল সেতু থেকে ভয়াল রুপী গাড়ুই নদীতে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়।
কিন্তু নদীর ভয়ঙ্কর স্রোতে নিজেকে বাঁচাতে নাপেরে নদীর ভয়ঙ্কর স্রোত টেনে নিয়ে চলে যায়। খবর পেয়ে ডিসেস্টার ম্যানেজম্যান্টের কর্মীরা নামেন নদীতে, ছুটে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী।
গভীর রাত পর্যন্ত লাইট নিয়ে তল্লাশি চালানো হলেও তাকে না পেয়ে শণিবার ভোর থেকে আবার খোঁজ শুরু করে ডিসেস্টার ম্যানেজম্যান্টের টীম। অবশেষে কালিপাহাড়ীর কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
No comments:
Post a Comment