আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো বরাকর ফাঁড়ির পুলিশ
রামকৃষ্ণ চ্যাটার্জী:বরাকর: পশ্চিম বর্ধমান:-
কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত নাকা পয়েন্ট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো বরাকর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় বরাকর ডাক বাংলো নিচু পাড়ার বাসিন্দা সরফরাজ খান নামক এক যুবক বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছ রেখে শুক্রবার রাতের সময় বেগুনিয়া মোড় দিকে যাচ্ছিলো সেই সময় বরাকর ফাঁড়ির ইন চার্জ অমর নাথ দাস এলাকায় টহল দারি করে,পুলিশের সন্দেহ হলে তাকে দাঁড়াতে বললে সে বাংলা ঝাড়খণ্ড বর্ডারের দিক দিয়ে চিরকুন্ডা দিকে পালাবার চেষ্টা করে সেইসময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।কিন্তু সেই বন্দুকের মধ্যে কোনো গুলি নেই বলে জানা গেছে।
সূত্র অনুসারে জানা যায় যে এই যুবক বিভিন্ন ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে,এই আগ্নেয়াস্ত্র দেখিয়ে সে চুরি ও ছিনতাই করে থাকে।
কুলটি থানার বরাকর ফাঁড়িতে নতুন দায়িত্ব পাওয়ার পর এক এক সাফল্য অর্জন করে চলেছে ফাঁড়ির ইনচার্জ অমর নাথ দাস।
No comments:
Post a Comment