Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 19, 2021

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এক লক্ষ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন আসানসোল শহরে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এক লক্ষ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন আসানসোল  শহরে 



রামকৃষ্ণ চ্যাটার্জী:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ও নজরুল সোশ্যাল সেন্টার এবং আসানসোল মিন্সিপালটি করপোরেশন এর যৌথ উদ্যোগে আসানসোল শহর জুড়ে এক লক্ষ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন  আসানসোল পুরসভার চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি ও পুরসভার সদস্য অভিজিৎ ঘটক ।

শনিবার সকালে গুপ্তা কলেজ আশ্রম মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি করা হয়।এই অনুষ্ঠানে অমরনাথ চ্যাটার্জি জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবর্ধমান জেলায় প্রায় এক লক্ষ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম আজ থেকে শুরু করা হয়।তিনি বলেন গাছ আমাদের পরম বন্ধু,আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম গাছ, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূখণ্ডের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের তা নেই, যেটুকু আছে তাও প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে, সেজন্য পরিবেশ ও আগামীর প্রজম্মের কথা চিন্তা করে  বিভিন্ন প্রজাতির মোট এক লক্ষ গাছের চারা রোপন  এবং তার পরিচর্যার জন্য এক বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। 


এইদিন এই অনুষ্ঠানে পুরসভার চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি ও পুরসভার সদস্য অভিজিৎ ঘটক এর পাশাপাশি সমাজসেবী শিখা ঘটক ,পুরসভার সদস্য মীর হাসিম, দিব্যেন্দু ভগত ও আসানসোল সাউত থানার অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages