পৃথক রাজ্যের দাবীর বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবী জানিয়েছে বিজেপি। আজ এই দাবীর বিরোধিতা করে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষন কুমার কল্যানি সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি বলেন, ব্যাক ডোর বা পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বিজেপি।
তিনি এদিন, বিজেপির দাবির খতিয়ান তুলে ধরে এর চরম বিরোধীতা প্রকাশ করেন। তিনি বলেন, উন্নয়নের কিথা যদি ওঠেই, তবে বিজেপি উন্নয়ন কি কি হয়নি তা বের করে দেখাক।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায় সহ তৃণমূলের অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা।
No comments:
Post a Comment