জামালদহ বাজারের দীর্ঘদিনের সমস্যা দূর করতে পরিদর্শনে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী
আজ মেখলিগঞ্জ ব্লক এর জামালদহ বাজারে উপস্থিত হন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী । জামালদাহ বাজারে যে দীর্ঘদিনের সমস্যা বৃষ্টির জলে রাস্তায় জল জমে থাকে এবং বর্ষাকালে রাস্তায় যান বাহন চলা চলে যে অসুবিধা এবং সঠিক জলনিকাশি ব্যবস্থা না থাকা সে বিষয়ে খুঁটিনাটি পরিদর্শন করেন মন্ত্রী।
এদিন পরিদর্শনে আসেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় পরেশ চন্দ্র অধিকারী এবং মেখলিগঞ্জ মহকুমা শাসক রামকুমার তামাং , মহকুমা পুলিশ আধিকারিক অলক রঞ্জন মুন্সী , মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর রায় , পঞ্চায়েত সমিতির সদস্যা ভারতী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
পরেশ চন্দ্র অধিকারী জানান- খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment