Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 19, 2021

সংসার ছেড়ে মিনি মার্কেটে আশ্রয় নেওয়া দুই অসহায় বৃদ্ধর পাশে Sohor Jalpaiguri Foundation

সংসার ছেড়ে মিনি মার্কেটে আশ্রয় নেওয়া দুই অসহায় বৃদ্ধর পাশে Sohor Jalpaiguri Foundation





সংসার ছেড়ে মিনি মার্কেটে আশ্রয় নিয়েছেন দুঃস্থ পরিবারের দুই বৃদ্ধ। করোনাকালে খাদ্য সংগ্রহে বিপাকে পড়েছেন তারা। এই দুই প্রবীণের সহায়তায় এগিয়ে এল শহর জলপাইগুড়ির জনাকয়েক পড়ুয়া। ওই দুই প্রবীণের হাতে তুলে দেওয়া হল শুকনো খাদ্যসামগ্রী।


জানাগিয়েছে, সোশ্যাল মিডিয়ায় Sohor Jalpaiguri Foundation গ্রুপ খুলে সামাজিক কাজ শুরু করেছে জলপাইগুড়ি শহরের স্নেহাশিস চৌধূরী, শুভরাজ মন্ডল, দেবরাজ মন্ডল সহ জনাকয়েক পড়ুয়া। করোনাকালে দুই প্রবীণের দুরাবস্থার কথা শুনে এগিয়ে এলেন তারা। 

এদিন শহরের নয়াবস্তি এলাকার মিনি মার্কেটে গিয়ে ওই দুই প্রবীণের সাথে দেখা করেন তারা। দুই প্রবীণের হাতে তুলে দেন, মুড়ি,বিস্কুট,কেক,কলা,ছাতু সহ অন্যান্য শুকনো খাবার। 

Sahor Jalpaiguri Foundation সংগঠনের সম্পাদক স্নেহাশিস চৌধুরী বলেন, একপ্রকার আশ্রয়হীন হয়েই এই দুই বৃদ্ধ মিনি মার্কেটে এসে বসবাস করছেন। সহায় সম্বল বলতে কিছুই নেই। খবর পেয়ে সংগঠনের তরফে সহায়তা করা হল। 

ওই দুই প্রবীণকে তারা আগামীদিনেও সহায়তা করবেন-এমনটাই প্রতিশ্রুতি দিলেন সংগঠনের সম্পাদক।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages