নাজিরহাট বাজার থেকে টোটো চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়লো টোটো চোর
দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট বাজার থেকে টোটো চুরি করে পালানোর সময় এক ব্যক্তি কে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা।
জানা গেছে আজ সকাল সাতটা নাগাত নাজিরহাট বাজার থেকে এক ব্যক্তি টোটো নিয়ে খুব জোরে পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে বালাকুড়াতে, এরপর সে প্রথমে বলে এক্সিডেন্ট করে পালাচ্ছে, কিন্তু তার কথার মধ্যে অসঙ্গতি থাকায়, স্থানীয়দের সন্দেহ বেশি হয়। তারপর তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ চালালে তখন সে টোটো চুরির কথা স্বীকার করে নেয়।
ঘটনা মুহূর্তের মধ্যে জানাজানি হতেই, দীগল টারি গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র সেন খবর পেয়ে বুড়িরহাট 1 নং অঞ্চলের বালাকুড়া এলাকায় নিজের টোটো নিতে আসেন।
ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছান নাজিরহাট ফাঁড়ির পুলিশ। সেই ব্যক্তি ও টোটো কে উদ্ধার করে সাহেবগঞ্জ থানায় নিয়ে যান।
No comments:
Post a Comment