আসানসোল শহরকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুললেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি
রামকৃষ্ণ চ্যাটার্জী: বরাকর:-
আসানসোল শহরকে আবারও বঞ্চিত করার অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি !
আজকে কুলটি বিধানসভার বরাকার অতি প্রাচীন মন্দির বরাকর সিধ্যে স্বরি মন্দিরে পরিদর্শন করলেন কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সাথে আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বি.জে.পি নেতা জিতেন্দ্র তেওয়ারি এই পরিদর্শনের মাধ্যমে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন বরাকর সিদ্ধেস্বরি মন্দিরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ১কোটি টাকা দেয়ার জন্য অনুমোদন করা হয়ে ছিল আসানসোল পৌরনিগমের মেয়র থাকা কালীন। কিন্তু সেই সময় রাজ্য সরকার আসানসোল কে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত করার জন্য উন্নয়নের কাজে বরাদ্য টাকা আটকে দেয়ার অভিযোগ তুলে তিনি মেয়রের পদ পদত্যাগ করেছিলেন।কিন্তু বরাকর সিদ্ধেস্বরি মন্দির পরিদর্শনে এসে আবারো আসানসোল শহরকে বঞ্চনার অভিযোগ তুলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি।
তবে সীতারাম বাবার মন্দিরের সেবাইত হরেকৃষ্ণ বাবা বলেন যে মন্ত্রী ও বিধায়ক মন্দিরের উন্নয়ন করার জন্য আসে কিন্তু সেই আস্বাসে থাকে কিন্তু কোনো উন্নয়ন হয়নি মন্দিরে।
No comments:
Post a Comment