ভ্যাকসিন কান্ডে দোষীদের যথাযথ শাস্তি সহ একাধিক দাবীতে বিক্ষোভ বিজেপি কর্মীদের
নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ভ্যাকসিন কান্ডে দোষীদের যথাযথ শাস্তি, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো, মহিলাদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে শুক্রবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা।
এদিন হাতে কালো কাপড় ও নানারকম পোস্টার হাতে নিয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভে সামিল হয় তারা।
প্রসঙ্গত বিধাসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলা জুড়ে ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। এদিকে বিক্ষোভের পাশাপাশি উলুবেড়িয়ার মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেয় বিজেপি নেতৃত্ব।
বিজেপির এদিনের এই বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুবমোর্চা হাওড়া গ্রামীণের সভাপতি উমাশঙ্কার হালদার, বিজেপি নেত্রী মামণি মালিক সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক।
No comments:
Post a Comment