Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 25, 2021

স্কুল কলেজের সমস্তরকম ফি মকুবের দাবিতে স্মারক লিপি প্রদান

স্কুল কলেজের সমস্তরকম ফি মকুবের দাবিতে স্মারক লিপি প্রদান





সংবাদ একলব্য, দিনহাটা , ২৫- শে জুন : বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে অনেক পরিবারের আয় তলানিতে ঠেকেছে। এর ফলে সেই পরিবারের ছাত্র ছাত্রীরা ভর্তির ফি নিয়ে চিন্তায় পড়েছে। দুঃস্থ ছাত্র ছাত্রীরা অনেকেই এই ফি দিতে সমস্যায় পড়ছে ।

এমন পরিস্থিতিতে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও'র দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে সংগঠনের কর্মীরা এ আই অফিস এবং মহকুমা শাসকের দপ্তরে স্কুল কলেজের সমস্তরকম ফি মকুবের দাবিতে স্মারক লিপি প্রদান করে।

তাদের দাবি লকডাউন পরিস্থিতিতে স্কুল, কলেজ বন্ধ এবং পঠনপাঠন প্রায় সম্পূর্নরূপে অনলাইন নির্ভর। এই পরিস্থিতিতে এই ফি নেওয়া অমানবিক । কারণ অনেক ছাত্র ছাত্রীদের বাড়ির আর্থিক পরিস্থিতি এই লকডাউনে অত্যন্ত দুরদশাগ্রস্ত।

তাদের পক্ষে জীবন অতিবাহিত করাই কষ্টসাধ্য;এইমুহুর্তে যদি ফি মকুব করা না হয় তাহলে অনেক শিক্ষার্থীদেরই মাঝপথে শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে ।



সংগঠনের পক্ষ থেকে উদয় বর্মন জানায়,"আমরা মহকুমা শাসকের দপ্তরে এবং AI অফিসে আমাদের দাবিপত্র জমা করেছি ।কর্তৃপক্ষ বিষয়টা জেলা দপ্তরে পর্যালোচনার জন্য পাঠাবেন বলে জানিয়েছেন। আমাদের দাবি আদায় না হলে ছাত্রসমাজের ভবিষ্যতের কথা ভেবে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages