New York নিবাসী কল্যাণ দেবনাথ সম্বর্ধনা জানালেন ডুয়ার্সের কল্যানকামী মানুষদের
সুজাতা ঘোষ,বাগডোগরা:
২৪শে জুন ডুয়ার্সের তিনটি জেলা ঘুরে ঝর্না দেবনাথ ফাউন্ডেশনের (Jharna Debnath Foundation) কর্ণধার; নিউইয়র্ক (New York) নিবাসী কল্যাণ দেবনাথ (Kalyan Debnath) যারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের নিযুক্ত করেছেন এমন মানুষদের সংবর্ধনা জানালেন।
এদিন সকালে প্রথমে তিনি মাদারিহাটে ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষিকা ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শ্রীমতি মিশা ঘোষাল রায় কে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান ।তারপর কামাখ্যাগুড়ি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্ত রায় ,তিনি একজন ভ্যান চালক হওয়া সত্ত্বেও থ্যালাসেমিয়া ও রক্তদান এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বহু মানুষকে তিনি সচেতন করে চলেছেন। এছাড়াও করোনা মহামারীরকালে ও প্রচুর কাজ করে চলেছেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান।
আবার কামাখ্যাগুড়ি ভলেন্টিয়ার অর্গানাইজেশন অর্থাৎ যারা KVO নামে পরিচিত তারাও দীর্ঘ চার বছর ধরে নানান সামাজিক কাজকর্ম করে চলেছে এবং এই করোনা মহামারী সময় ও অক্লান্ত পরিশ্রম যাচ্ছেন তাদের কেউ সেখানে সংবর্ধনা জানানো হয়।
আবার এদিন সন্ধ্যেবেলা কোচবিহার ইপিক পাবলিক স্কুলে বিভিন্ন ক্ষেত্রে ৫ জন মানুষকে সংবর্ধনা জানানো হয় ।এদের মধ্যে একজন হলেন ক্রীড়া সাংবাদিক এবং এপিক পাবলিক স্কুলের ডিরেক্টর বিশ্বজিৎ ঝাঁ, সাতমাইল সতীশ ক্লাবের সম্পাদক এবং আধুনিক কৃষি বিপ্লবের একজন জনক শ্রী অমল রায়, সমাজসেবক দিপ্তেশ সেন এছাড়াও চেতনা স্বেচ্ছাসেবী সংস্থাকেও সংবর্ধনা জানানো হয় কারণ করোনা পরিস্থিতি ছাড়াও বহু দিন থেকে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। তারপর সংবর্ধনা জানানো হয় গায়ক, সুরকার ও অভিনেতা সেলিম মমিনকে।
No comments:
Post a Comment