মাইকেল জ্যাকসনের [michael jackson] ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সৌমিতা সাহার প্রর্দশনী 'এনভিসেজিং মাইকেল'
বিনোদন প্রেমী থেকে সংস্কৃতি প্রেমী সকল মানুষের মনে মাইকেল জ্যাকসনের [michael jackson] জায়গাটা আলাদা। যখন অতিমারীর নামও শোনেনি মানুষ সেই যুগে মাইকেলর গাওয়া গান "হীল দা ওয়ার্ল্ড"।
১২বছর আগে ২৫শে জুন মাইকেল [michael jackson] চিরবিদায় জানান পৃথিবীকে। মাইকেল অনুরাগীদের কাছে আজও তিনি অমর। মাইকেলর নৃত্য শৈলী আজ সমগ্ৰ বিশ্ব জুড়ে জনপ্রিয়। ভারতে মাইকেল অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আশির দশকের শেষ ভাগে ভিন্ন অভিনেতা অনুপ্রাণিত হয়েছেন মাইকেলের নৃত্য শৈলী দ্বারা।
মাইকেলের [michael jackson] নাচ থেকে পরিধানের বৈশিষ্ট সব পৌঁছেছে ভারতের ঘরে ঘরে। ৯০ই এর দশকের ওয়েস্টার্ন মিউজিক প্রেমীদের মনের মণিকোঠায় স্বমহিমায় বিরাজ করতেন মাইকেল।
আজ তার ১২ বছরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত চিত্রকর সৌমিতা সাহা আয়োজন করেছেন এক ভার্চুয়াল চিএ প্রর্দশনীর। প্রর্দশনী জুড়ে থাকছে শিল্পীর ক্যান্ভাসে ফুটে ওঠা বিভিন্ন আর্ট ফর্মে মাইকেল জ্যাকসন [michael jackson]।
প্রর্দশনীর নামকরণ করা হয়েছে এই প্রর্দশনীর মুল আকর্ষণ "এনভিসেজিং মাইকেল " ছবির নামে। এই ছবিতে মাইকেলকে দেখা যায় ভারত নাট্যম এই ভঙ্গিতে। শিল্পী জানান " মাইকেল জ্যাকসন আসামন্য সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি একজন অভূতপূর্ব নৃত্য শিল্পী। এমন একজন ওয়ার্ল্ড ক্লাস শিল্পীকে কল্পনা করেছি ভারতীয় নৃত্য শৈলীতে।" এই অনুষ্ঠান কে অনলাইন করার সিদ্ধান্ত কোভিডের কারণে নেওয়া হয়েছে বলে শিল্পী জানান। প্রর্দশনী চলবে ২৯শে জুন অবধি।
No comments:
Post a Comment