Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 24, 2021

উত্তরবঙ্গকৃষি বিশ্ববিদ্যালয়ে দিদির মানবিক বাজার

উত্তরবঙ্গকৃষি বিশ্ববিদ্যালয়ে দিদির মানবিক বাজার



সমীর হোসেন, কোচবিহারঃ 

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি Trinankur Bhattacharya এর নির্দেশে ও কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, উত্তরবঙ্গকৃষি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে কর্মহীন পরিবারের জন্য শুরু হলো  দিদির মানবিক বাজার।


উপস্থিত ছিলেন কোচবিহার 2 নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার কোচবিহার 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল কৃষ্ণ দাস কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রুয়েল আহমেদ, সারাবাংলা তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি নির্মল অঞ্জয় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের নেতৃত্ব কৌশিক নন্দী ও অংকুর অধিকারী এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমগ্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য/সদস্যা গণ।  



বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তথা নেতৃত্ব কৌশিক নন্দী বলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে দিদির মানবিক বাজার কর্মসূচি আমরা করেছি এই এলাকার করণা পরিস্থিতিতে কর্মহারা পরিবারদের সম্পন্ন খাদ্যের যোগান করে দিতে পেরে খুবই  আনন্দিত এবং আগামী দিন গুলিতে আমরা আরো এরকম সমাজকল্যাণ মূলক কাজে আমাদের সংগঠন আগামী দিনেও করবে। 


রুয়েল আহমেদ বলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের সাথে এলাকার লোকজন জড়িত লকডাউন পরিস্থিতিতে মানুষের কপালে হাত । মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের সংগঠন এবং আমরা গর্ববোধ করি এবং আগামী দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকার করি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages