মেট্রো ফার্মার সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে নতুন পাড়া ইয়ং স্টার ক্লাব
কলকাতা, 27 জুন, 2021: কলকাতা ভিত্তিক নতুনপাড়া ইয়ং স্টার ক্লাব মেট্রো ফার্মার সঙ্গে সহযোগিতায় বেলগাছিয়া এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে 400টি কোভিড-19 কিট বিতরণ করেছে। এই কিটগুলি ক্লাবের সদস্যরা বেলগাছিয়ার নতুনপাড়া এলাকার 400টি পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করে। ওই কিট-এ ছিল এন95 মাস্ক, ডেটল অ্যান্টিসেপটিক বোতল, ওআরএস liquid ও ওআরএস স্যাসে। ওই কিটগুলি সরবরাহ করেছে কলকাতার অন্যতম প্রধান মেডিসিন চেইন, মেট্রো ফার্মা। এই সংস্থা কোভিড-19 কিট বিনামূল্যে প্রদানের মাধ্যমে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
নতুনপাড়া ইয়ং স্টার ক্লাবের অন্যতম সদস্য আফতাব খান বলেন, 'কোভিড প্রটোকল প্রয়োগের ক্ষেত্রে এবং আক্রান্তদের সংখ্যা সর্বনিম্নে নিয়ে আসার ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের ভূমিকা হল, সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা এবং কোভিড রোগীদের চিকিৎসার আওতায় নিয়ে আসা। তাহলেও আমাদের এটা আশা করা উচিত হবে না যে সরকার একা হাতে এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আমাদের উদ্দেশ্য হল, এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রাথমিকভাবে তাদের জন্য প্রয়োজনীয় কোভিড কিট সরবরাহ করা যাতে তারা স্বাস্থ্য সম্পর্কিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা, নতুনপাড়া ইয়ং স্টার ক্লাব ধর্মীয় প্রচার দ্বারা অনুপ্রাণিত না হয়ে সম্পূর্ণভাবেই মানবিকতার ভিত্তিতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি এবং যে কোনও প্রকারেই হোক না কেন, আমাদের ভাতৃপ্রতিম মানুষের পাশে দাঁড়াই। আমাদের এখানে বিভিন্ন ধর্মের পরিবারগুলি সুন্দরভাবে একসঙ্গে মিলে মিশে রয়েছে এবং আমরা একসঙ্গে সমস্ত উৎসবে অংশগ্রহণ করে থাকি। এই বিষয়টি আমাদের অনন্য করে তুলেছে এবং আমাদের সমাজের মধ্যে একটা দৃঢ় বন্ধন তৈরি করেছে। আমরা আশা করছি যে অতিমারি'র সংকট চলাকালীন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে এইভাবে পরস্পরকে সাহায্য করে যাব।'
মেট্রো ফার্মা'র ম্যানেজার শ্রী দেবাশিস পান্ডা এ বিষয়ে যোগ করলেন, 'কোভিড-19 এর দ্বিতীয় তরঙ্গটি তাৎপর্যপূর্ণভাবে বিস্তার করেছে, এটা আমরা প্রত্যক্ষ করেছি। বর্তমানে ভারত একটি কঠিন সংকটের মুখে দাঁড়িয়েছে যার ফলে সারা দেশজুড়ে মানুষ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে, মেট্রো ফার্মা সময়ের প্রয়োজনকে স্বীকার করে নিয়েছে এবং এই ক্লাবের সঙ্গে হাত মিলিয়ে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে কোভিড কিট সরবরাহ করছে। এই কোভিড কিট কোভিড-19 এর বিস্তারকে মোকাবিলা করার ক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ মানুষকে সহায়তা করবে।' মেট্রো ফার্মা'র ম্যানেজার শ্রী সঞ্জয় দাস যোগ করলেন, 'নতুনপাড়া ইয়ং স্টার ক্লাব সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে অসাধারন কাজ করছে এবং আমরা, মেট্রো ফার্মা অনুভব করছি যে এইরকম একটি ক্লাবের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তাদের এই প্রয়াসকে আরও জোরদার করার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।'
বেলগাছিয়া এলাকার আশেপাশের সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, ভালভাবে স্বাস্থ্যচর্চার অনুশীলনের গুরুত্বকে তুলে ধরা, ইত্যাদি বিষয় নিয়ে একটি বিস্তারিত শিক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে এই ক্লাব। এই কাজে এগিয়ে এসেছেন বেলগাছিয়া এলাকার ক্লাবের গুরুত্বপূর্ণ 60 জন সদস্য। সমস্ত পাবলিক লোকেশন জুড়ে স্যানিটাইজেশন এর পাশাপাশি ইন হাউস কর্মসূচিও রূপায়ণ করা হয়েছে, যেমন, বিশুদ্ধ জল, বাতাস (ভালভাবে বায়ু চলাচল করতে পারে এমন ঘর), ভাল ও স্বাস্থ্যবিধি মেনে উপযুক্ত মানের স্যানিটেশন, ইত্যাদির বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাব সদস্যরা মাস্ক ব্যবহারের ওপর বেশি করে জোর দিয়ে স্থানীয় মানুষের কাছে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বুঝিয়েছেন। এই ক্লাব গতবছর একই ধরনের উদ্যোগ নিয়েছিল, যেখানে তারা সারা দেশ জুড়ে পূর্ণাঙ্গ লকডাউন চলাকালীন সময় এলাকার মানুষের জন্য রেশন সরবরাহ করেছিল। ক্লাব প্রতিবছর কমপক্ষে একবার করে রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকে।
মেডিকেল সামগ্রী বিতরনের পিছনে সমগ্র উদ্দেশ্যটি কেবলমাত্র সচেতনতা বা উৎকৃষ্ট স্বাস্থ্যবিধি প্রটোকল প্রচার করা নয়, বরং এর পাশাপাশি বিভিন্ন ধর্ম, বর্ন ও সম্প্রদায়ের মানুষের মধ্যে একাত্মতা তৈরি করা যাতে কঠিন সময়ে তারা একসঙ্গে থাকতে পারে। বিভাজনের ঊর্ধ্বে উঠে অতিমারি পরিস্থিতিতে একে অপরের সহায়তা করার জন্য প্রত্যেককে একত্রিত হওয়া একান্ত প্রয়োজন।
No comments:
Post a Comment