Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 27, 2021

রক্তের কালো বাজারী, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায় মীনাক্ষী

রক্তের কালো বাজারী, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায়  মীনাক্ষী



অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: করোনা মহামারী ও গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে রাজ্য তথা জেলার বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্তের ঘারতি। আর তার জেরেই সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার থেকে মুমূর্ষ রোগীর আত্মীয়রা। প্রয়োজনীয় রক্তের অভাবে অনেক ক্ষেত্রে আটকে পড়ছে মুমূর্ষ রোগীর অস্ত প্রচারও। আর এদিন সেই রক্তের ঘারতি কমাতে রবিবার এগিয়ে এলো রেড ভোলেনটিয়ার্স গ্রূপ বাউড়িয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর গ্রূপের সদস্যরা। 

এদিন উলুবেড়িয়ার বাউড়িয়ার বোউলখালি সিপিআইএম উলুবেড়িয়া পূর্ব উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। মূলত রেড ভোলেনটিয়ার্স গ্রূপের উদ্যোগে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির।


সকালে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্য দানের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের এই রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক চিন্ময় ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখার্জী, উলুবেড়িয়ার প্রাক্তন বিধায়ক মোহন মন্ডল। সিপিআইএম নেতা কেশব কোলে, দিলীপ মন্ডল, সিটুর হাওড়া জেলার সভাপতি সামসুল মিদদে। 

এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকেও মীনাক্ষী মুখার্জীকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি সকল রক্তদাতার হাতে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় চারা গাছ। এদিকে রক্তদান শিবিরের উদ্বোধনে এসে রক্তের কালো বাজারী, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন মীনাক্ষী। এদিনের এই রক্তদান শিবির থেকে ৭০ জন রক্তদাতা তাদের নিজেদের রক্তদান করেছেন বলে জানান রেড ভোলেনটিয়ার্স বাউড়িয়া, চেঙ্গাইল ও ফুলেশ্বর গ্রূপের কনভেনর সৌমেন বাগ। পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন ইয়াসে ক্ষতিগ্রস্ত উলুবেড়িয়া পৌরসভার বেশ কিছু পরিবারের হাতে এদিন তারা তুলে দেয় ত্রিপলও।

c

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages