Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 27, 2021

বন্ধ চা-বাগান খোলার আশ্বাসবাণী শোনালেন মন্ত্রী বুলুচিক বরাইক

বন্ধ চা-বাগান খোলার আশ্বাসবাণী শোনালেন মন্ত্রী বুলুচিক বরাইক



  

মাল,২৭জুন-জয়ন্ত বর্মন :: 


জলপাইগুড়ি জেলার মাল পৌরসভার সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে রাজ্যের অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক জানালেন ডুয়ার্সের বন্ধ চাবাগান খোলা সহ আদিবাসী সমাজের উন্নয়ন ও এলাকার উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য।

রবিবার দুপুরে নবগঠিত ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ে মন্ত্রী উপস্থিত হন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্যরা। মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদ মাধ্যমের কর্মীরা।


এবিষয়ে মন্ত্রী বলেন, "রাজ্যে অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নয়ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য। সেইসাথে ডুয়ার্সের বাগ্ৰাকোট সহ কয়েকটি চা-বাগান বন্ধ রয়েছে। সেই সব চা-বাগান খোলা সহ এই এলাকার সার্বিক উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ। পরিকল্পনা রয়েছে অনেক কাজের, ধীরে ধীরে সেই পরিকল্পনার বাস্তব রুপ দেব।" 


টোটো পাড়ার অধিবাসীদের জন্য একটি এম্বুলেন্স অনুমোদন করা হয়েছে বলেও মন্ত্রী জানান। এদিন সাংবাদিকদের পক্ষ থেকে মন্ত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতির হাতে একটি হস্তশিল্পের এক স্মারক তুলে দেওয়া হয়। এছারাও মন্ত্রী যেকোন বিষয়ে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।


এদিকে এদিন মন্ত্রী  সাংবাদিকদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য একটি করে হেলমেট ও একটি করে জ্যাকেট তুলে দেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages