শতাধিক মহিলা তৃণমূলে যোগ,দিদিকে প্রধানমন্ত্রী বানানোর প্রতিজ্ঞা
রামকৃষ্ণ চ্যাটার্জী:- আসানসোল পৌর কর্পোরেশন এর ৮২-৮৩ ওয়ার্ডের প্রায় ১৫০ জন মহিলা টিএমসি নেতৃত্বাধীন সৈয়দ ইকবালের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন।আসানসোল শ্রীসঙ্ঘ ময়দানে মহিলারা তৃণমূল জেলা সভাপতি আল্পনা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা ধরিয়ে সকল মহিলাদের তৃণমূলে যোগদান করান।
এদিন এই যোগদান অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর সোনা গুপ্ত, সৈকত দে,মো জাভেদ,ফাতিমা খাতুন, রুবিনা খাতুন,প্রমুখ উপস্থিত ছিলেন।
টিএমসি নেতা সৈয়দ ইকবাল বলেন যেভাবে বাংলার জনগণ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো বিজেপিকে মুখ্যমন্ত্রী করেছেন। একইভাবে, ২০২৪ সালেও, বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে দিদি প্রধানমন্ত্রী হবে। আর এর জন্য সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
No comments:
Post a Comment