ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের বয়েজ হোস্টেলে তৃণমূল ছাত্র পরিষদের রক্তদান শিবির
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এদিকে রক্ত সংকট। রক্তের অভাবে প্রতিনিয়ত প্রাণ হারায় বহু মানুষ। করোনা কালে সেই সমস্যা আরো বৃহৎ আকার ধারন করছে। এবার রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো কোচবিহারের দিনহাটা মহকুমার ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ওকড়াবাড়ী অঞ্চলের ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে আজ ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ উদ্যোগ মহতী রক্তদান শিবির আয়োজিত হয়। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের বয়েজ হোস্টেলে সকাল ১১টা নাগাদ এই রক্তদান শিবির আরম্ভ হয়।
এদিনের এই রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার। তিনিই এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নুর আলম হক, দিনহাটা ১ নং ব্লক ছাত্র পরিষদের সভাপতি আনারুল হক-সহ ছাত্র পরিষদের সদস্য মিঠু রহমান সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল নেতৃত্ব রেজাউল করিম, সুজাহান আলী সহ আরো অনেকে।
জানা যাচ্ছে এদিন প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
No comments:
Post a Comment