মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের ইন হাউসের রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, শচীন পাল:-
করোনা পরিস্থিতির মধ্যেই থ্যালাসেমিয়া,ক্যান্সার ও রক্তের প্রয়োজন থাকা অন্যান্য মুমুর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে মেদিনীপুর কুইজ কেন্দ্র আয়োজিত এক রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন।
২০২১ এ এটি ছিল কুইজ কেন্দ্রের তৃতীয় রক্তদান শিবির। এই শিবিরে নিজের জন্মদিনে প্রথমবার রক্তদান করেন শিক্ষক ও ফটোগ্রাফার বিশ্বজিৎ মন্ডল। শিবিরে রক্তদান করেন শিক্ষক দম্পতি পার্থ প্রতিম রায় ও সুপর্ণা জানা রায়।রক্তদেন দম্পতি শিক্ষক মিলন আঢ্য ও নৃত্যশিল্পী প্রিয়াংকা আঢ্য।রক্তদান করেন শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়। নিকটাত্মীয় বাপী মিদ্যা ও সন্দীপ প্রধানকে সঙ্গে নিয়ে রক্তদানে অংশ নেন কেশপুরের রাউতার যুবক স্বপন মান্না। শিবিরে ৪৩ তম বারের জন্য রক্তদান করেন সন্দীপ প্রধান।রক্তদান করেন কুইজ কেন্দ্রের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
এদিন রক্তদান করেন কুইজ কেন্দ্রের সদস্য শুভ্রাংশু শেখর সামন্ত, নরসিংহ দাস, কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সুমিত রানা, সায়ন্তন বন্দোপাধ্যায়, অভিষেক দে,বিশ্বজিৎ মণ্ডল, তারকনাথ মণ্ডল, শশাঙ্ক পাত্র, প্রিয়াঙ্কা আঢ্য,মিলন আঢ্য, বাপি মিদ্যা,স্বপন মান্না, সৌমেন ঘোষ, অনরণ মাইতি, পূর্ণেন্দু পাত্র, বিশ্বজিৎ দাস অধিকারী,দিবেন্দু সাহা, সুপর্ণা জানা, পার্থ প্রতিম রায়,বিশ্বজিৎ মন্ডল, শান্তনু জানা,পূর্ণেন্দু শেখর কালী, শ্রীকান্ত কুন্ডু, রূপেশ পাল, সন্দীপ প্রধান, কমল রানা, আলাউদ্দীন গায়েন,কৌস্তভ বন্দোপাধ্যায়, তাপস দোলাই,অভিনব কোলে প্রমুখ।
শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম বোস,স্নেহাশিস চৌধুরী, সুভাষ জানা,আল্পনা দেবনাথ বসু, সদস্য মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, শুভ্রাংশু শেখর সামন্ত,চঞ্চল হাজরা সহ অন্যান্যরা। উপস্থিত থেকে শিবির আয়োজনে সহযোগিতা করেন রক্তদান আন্দোলনের কর্মী পার্থ প্রতিম মল্লিক, রাজকুমার বেরা, সুনীতা রায়,সঞ্জীব শীট ,পীযূস রানা প্রমুখ।
উল্লেখ্য শিবিরের পাশাপাশি অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রয়োজনে ধারাবাহিক ভাবে রক্তদাতা খুঁজে দেওয়ার কাজ করে চলেছেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা। পাশাপাশি ইয়াসে বিপন্ন মানুষের পাশে ধারাবাহিক ভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে সংগঠনের উদ্যোগে। এদিনের শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়াতে রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা ও প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার। শিবিরে সবুজায়নের বার্তা দিতে স্মারকের পাশাপাশি রক্তদাতাদের একটি করে ফলের চারাগাছ উপহার দেওয়া হয়।
No comments:
Post a Comment