Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 29, 2021

দ্বাদশ শ্রেণীর ভর্তির ফি মকুবের দাবিতে ডেপুটেশন ফি প্রতিরোধী ছাত্র কমিটির

 দ্বাদশ শ্রেণীর ভর্তির ফি মকুবের দাবিতে ডেপুটেশন ফি প্রতিরোধী ছাত্র কমিটির 



তুফাঙ্গগঞ্জ হরিরধাম হাই স্কুলে ফি প্রতিরোধী ছাত্র কমিটির উদ্যোগে দ্বাদশ শ্রেণীর ভর্তির সম্পূর্ণ ফি মুকুবের দাবিতে ছাত্ররা আন্দোল শুরু করে। তাদের দাবি এই লকডাউনে তাদের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে ভর্তি ফী দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। প্রথমে তারা ফী মূকুবের দাবি নিয়ে A.I.'কে ডেপুটেশন দেয়।


এরপরে A.I. অফিস থেকে ছাত্ররা হরিরধাম স্কুলে যায় এবং হেডমাস্টারকেও তারা ফী মকুবের কথা বলে। উনি ৪০ শতাংশ ফি মুকুব করবেন বলে আশ্বাস দেন ।


ছাত্রদের দাবি সম্পূর্ণ ফি মকুব করতে হবে। এরপরই শুরু হয় সম্পূর্ন ফি মকুবের দাবিতে আন্দোলন। ছাত্রনেতা শিবু রায়ের নেতৃত্বে এই আন্দোলন চলে । প্রথমে হেডমাস্টার মশাইয়ের রুমের সামনে পরে গেটে, শেষে রাস্তা অবরোধ। এই অবরোধ চলে এক ঘন্টার উপর। রাস্তায় যানজট সৃষ্টি হয়। আসে তুফানগঞ্জ থানার ওসি। শেষে ওসি ও হেডমাস্টারের আশ্বাসে আন্দোলন ওঠে। ৫ই জুলাই পর্যন্ত ভর্তি স্থগিত থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages